Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সোনামসজিদে আটকা পড়েছে ৬শ’ পণ্যভর্তি ট্রাক

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৯ অক্টোবর, ২০১৮, ১২:০৩ এএম

সড়ক পরিবহন আইন সংশোধনসহ আট দফা দাবিতে সারা দেশের মতো চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জেও গতকাল রোববার সকাল ৬টা থেকে ৪৮ ঘণ্টার কর্মবিরতি অনুষ্ঠিত হয়েছে। ফলে সোনামসজিদ পানামা ইয়ার্ডের ভেতরে ভারত থেকে আমদানিকৃত পণ্যভর্তি প্রায় ৬শ’ ট্রাক আটকা পড়েছে। এ ছাড়া দূর-দূরান্ত থেকে আগত সাধারণ যাত্রীরা পড়েছে চরম বিপাকে। চাঁপাইনবাবগঞ্জ মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমান জানান, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে ইতোপূর্বে সরকারের কাছে সড়ক পরিবহন আইন সংশোধনসহ আট দফা দাবি জানানো হয়। কিন্তু তা মেনে না নেয়ায় বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ডাকে রোববার সকাল থেকে শ্রমিকরা ৪৮ ঘণ্টার কর্মবিরতি পালন করছে।

এর ফলে জেলা থেকে কোনো দূরপাল্লার এবং অভ্যন্তরীণ কোনো বাস, ট্রাক, ট্যাঙ্কলরি ও কাভার্ড ভ্যান ছেড়ে যায়নি। প্রবেশ করেনি কোনো ভারি যানবাহন। সড়ক মহাসড়কগুলো প্রায় ফাঁকাই রয়েছে। যদিও ছোট যানবাহন হিসেবে তিন চাকার অটো ও মিশুক চলাচল করেছে থেমে থেমে। এদিকে দেশের দ্বিতীয় বৃহত্তম সোনামসজিদ স্থলবন্দর থেকে দেশের কোথাও কোনো খালি বা পণ্যভর্তি ট্রাক ছেড়ে যায়নি। পানামা ইয়ার্ডের ভেতরে ভারত থেকে আমদানিকৃত পণ্যভর্তি প্রায় ৬শ’ ট্রাক আটকা পড়েছে। এর মধ্যে ৫০-৬০টি পেঁয়াজের ট্রাক আটকা পড়েছে বলে পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের কো-অর্ডিনেটর টিপু জানিয়েছেন। তবে ভারতের মহদিপুর স্থলবন্দর থেকে পণ্য আমদানি অব্যাহত রয়েছে কাস্টমস ডেপুটি কমিশনার সন্তোষ সরেণ জানিয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ