বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
উপকূলীয় জেলা লক্ষীপুরের ইতিহাস, ঐতিহ্য, নিয়ে সানা উল্লাহ সানু সম্পাদিত ‘লক্ষীপুর ডায়েরি’র গ্রন্থের আত্মপ্রকাশ ঘটেছে। গতকাল রাজধানীর কাটাবনে বাংলাদেশ ইনস্টিটিউট অব জার্নালিজম এন্ড ইলেকট্রনিক মিডিয়া (বিজেম) মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে ‘লক্ষীপুর ডায়েরি’র মোড়ক উম্মোচন করেন বাংলাদেশ বিশ্বিবদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি প্রফেসর ড. এ. এস. এম মাকসুদ কামাল।
লক্ষীপুরের স্থানীয় অনলাইন পত্রিকা ও বইটি প্রকাশের উদ্যোক্তা প্রতিষ্ঠান লক্ষীপুরটোয়েন্টিফোর এ অনুষ্ঠানের আয়োজন করে।
লক্ষীপুর জেলা সমিতির সাবেক সভাপতি ফরিদ আহমেদ ভূইঁয়ার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গুসি আর্ন্তজাতিক শান্তি পুরস্কার বিজয়ী ও বেসরকারি উন্নয়ন সংস্থা ডরপ’র প্রতিষ্ঠাতা এএইচএম নোমান, এনএসআইয়ের সাবেক অতিরিক্ত মহা পরিচালক শামছুল আমিন, লক্ষীপুর সরকারি কলেজের প্রিন্সিপাল মাইন উদ্দিন পাঠান, সহকারি পুলিশ সুপার মিরাজুর রহমান পাটোয়ারী, বাংলাদেশ ইস্টিটিউট অব জার্নালিজম এন্ড ইলেক্ট্রনিক মিডিয়া (বিজেম) নির্বাহী পরিচালক মির্জা তারেকুল কাদের, এনটিভির বার্তা সম্পাদক আবদুস সহিদ প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে বক্তব্য রাখেন বইয়ের সম্পাদনা সমন্বয়কারী ও উপক‚ল-সন্ধানী সাংবাদিক রফিকুল ইসলাম মন্টু। #
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।