বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার সিনিয়র সহ সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধানকে দলটির ভারপ্রাপ্ত সভাপতি নির্বাচিত করা হয়েছে। গত শুক্রবার রাতে জাগপার জাতীয় নির্বাহী কমিটির সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেয়া হয়। গতকাল শনিবার গণমাধ্যমে প্রকাশের জন্য পাঠানো জাগপার মিডিয়া উইং সদস্য নজরুল ইসলাম বাবলু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ইনকিলাবকে এ তথ্য জানানো হয়। আরও জানানো হয়, গত ২২ অক্টোবর জাগপা সভাপতি অধ্যাপিকা রেহানা প্রধানের ইন্তেকালে জাগপা সভাপতি পদ শূন্য হয়ে যায়। তাই দলীয় গঠনতন্ত্র মোতাবেক সিনিয়র সহ সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধানকে জাতীয় নির্বাহী কমিটির সভায় ভারপ্রাপ্ত সভাপতি করার সিদ্ধান্ত হয়। এ ছাড়াও জাগপার প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম শফিউল আলম প্রধান ও রেহানা প্রধানের একমাত্র ছেলে জাগপা রাজনৈতিক মুখপাত্র রাশেদ প্রধানকে জাতীয় নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত করা হয়েছে।
ব্যারিস্টার তাসমিয়া প্রধানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমানের পরিচালনায় এ সভায় আরও উপস্থিত ছিলেন জাগপার কেন্দ্রীয় সহ সভাপতি খন্দকার আবিদুর রহমান, সহ সভাপতি আবু মোজাফফর মোহাম্মদ আনাছ, মাস্টার এমএ মান্নান, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুর রহমান খান, হাসমতউল্লাহ, অধ্যাপক ইকবাল হোসেন, বেলায়েত হোসেন মোড়ল, সাংগঠনিক সম্পাদক মেজবাহ উদ্দিন, ইনসান আলম আক্কাছ, সহ সাংগঠনিক সম্পাদক মানিক সরকার, ছাত্র বিষয়ক সম্পাদক শামীম আক্তার পাইলট, দিনাজপুর জেলা জাগপার সাবেক সভাপতি মাহাবুবে আলম ননী, নির্বাহী কমিটির সদস্য সাইফুল আলম, যুব জাগপার কেন্দ্রীয় সভাপতি আরিফুল হক তুহিন, সাধারণ সম্পাদক রিয়াজ রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবলু, জাগপা ছাত্রলীগ কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রুবেল, সাধারণ সম্পাদক আব্দুর রহমান ফারুকী প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।