বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
খুলনায় গতকাল ইভিএম প্রদর্শনের জন্য ভোট অনুষ্ঠিত হয়। ভোটে অংশ নেয় নগরীর ২টি ওয়ার্ডের চারটি এলাকার ৭ হাজার ৩৯ জন ভোটার।
নির্বাচন কমিশনের আয়োজনে খুলনার জিয়া হল চত্ত¡রে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) প্রদর্শনীর উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ কে এম নূরুল হুদা।
জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা এম মাজহারুল ইসলাম জানান, নগরীর পাবলিক হল (জিয়া হল) চত্ত¡রে ১৫টি স্টলে ১৮নং ওয়ার্ডের কেডিএ আবাসিক এলাকার (মজিদ স্মরণীর দক্ষিণ পাশ) ৫ হাজার ৪২০ জন, ২১নং ওয়ার্ডের জোড়াগেট আপার যশোর রোড এলাকার ৮৫৮ জন, স্টেশন রোড উত্তর পাশের ৩১৩ জন এবং দক্ষিণ পাশের ৪৪৮ জন ভোটার ইভিএমে ভোট দেয়।
আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইউনুচ আলী জানান, ইভিএম সম্পর্কে জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষে খুলনায় প্রদর্শনীর আয়োজন করা হয়।
গতকাল বেলা ১১টায় প্রদর্শনীর উদ্বোধনের পর থেকে রাত ৯টা পর্যন্ত নির্বাচনী পরিবেশে ইভিএমে ভোট গ্রহণ করা হয়। ভোট গ্রহণের জন্য ১৪টি কক্ষে ১৫ সেট ইভিএম মেশিন ছিল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।