Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কয়রা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সংবাদ সম্মেলন

১৯ দফা বাস্তবায়নের দাবি

কয়রা (খুলনা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৮ অক্টোবর, ২০১৮, ১২:০৩ এএম

বার বার নদী ভাঙনে বিলীন হচ্ছে কয়রা উপজেলার বিস্তীর্ণ এলাকা। ঝুঁকিপূর্ণ স্থানগুলো সংস্কার করা না হলে আবারও প্লাবিত হবে উপকুলীয় অঞ্চল কয়রা। কিন্তু পানি উন্নয়ন বোর্ড অর্থ সঙ্কটের দোহাই দিয়ে কালক্ষেপণ করায় চরম আতঙ্কে দিন কাটছে এই জনপদের মানুষের।
এ কারণে দ্রুত সময়ের মধ্যে টেকসই বেড়িবাঁধ নির্মাণসহ ১৯ দফা দাবি বাস্তবায়নের লক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
গতকাল শনিবার সকাল ১০টায় উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ সকল দাবি বাস্তবায়নের রুপ রেখা তুলে ধরেন কয়রা উন্নয়ন সংগ্রাম সম্বনয় কমিটির সমন্বয়ক এস এম মাসুম বিল্লাল ও মুখপাত্র ইমতিয়াজ উদ্দিন।

তারা সংবাদ সম্মেলনে বলেন, কয়রায় পরিকল্পনা মাফিক বেড়িবাধ নির্মানে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে আগামী ৪ নভেম্বর সকাল ৯টায় উপজেলার তিন রাস্তার মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হবে।
মানববন্ধন কর্মসূচি সফল করতে ইতোমধ্যে লিপলেট বিতরন, প্রচার-প্রচরণা চালানোসহ বিভিন্ন প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সংবাদ সম্মেলনে কয়রা উন্নয়ন সংগ্রাম সম্বনয় কমিটির নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ