রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
প্রধানমন্ত্রী শেখ হাসিনার চিকিৎসা তহবিল থেকে প্রদত্ত পটিয়ার ৯ জন অসুস্থ আ.লীগ নেতাকর্মীকে চিকিৎসা সহায়তার চেক হস্তান্তর করা হয়েছে। গতকাল শনিবার চট্টগ্রাম দক্ষিণ জেলা আ.লীগের সাংস্কৃতিক সম্পাদক ও বিজিএমইএর সহ-সভাপতি মোহাম্মদ নাছির এ চেকগুলো হস্তান্তর করেন। চিকিৎসা সহায়তার চেক প্রাপ্তরা হলেন- বড়লিয়া গ্রামের হাজরা খাতুন, হাইদগাঁও গ্রামের মো. সিরাজুল ইসলাম, শোভনদন্ডী গ্রামের মো. জসিম, হাইদগাঁও গ্রামের মো. হোসেন, জঙ্গলখাইন গ্রামের গাজী মো. শফিকুল ইসলাম, শোভনদন্ডী গ্রামের মো. নুরুল ইসলাম, খরনা গ্রামের দুলাল ঘোষ, শোভনদন্ডী গ্রামের কুইল্যা মিয়া, নাইখাইন গ্রামের মো. ইউনুছ চৌধুরী। এর মধ্যে সাতজনকে ৫০ হাজার টাকা করে সাড়ে তিন লাখ টাকা ও একজনকে ৩০ হাজার ও অপর একজনকে ২০ হাজার টাকার চেক দেয়া হয়। চট্টগ্রাম দক্ষিণ জেলা আ.লীগের সাংস্কৃতিক সম্পাদক ও বিজিএমইএর সহ-সভাপতি মোহাম্মদ নাছির এর প্রচেষ্টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার চিকিৎসা তহবিল থেকে এ চেকগুলো অনুমোদন করা হয়।
চেক বিতরণ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভা সাবেক পটিয়া উপজেলা আ.লীগ সভাপতি রাশেদ মনোয়ারের সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক নাছির উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আ.লীগের সাংস্কৃতিক সম্পাদক ও বিজিএমইএর সহ-সভাপতি মোহাম্মদ নাছির।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক দক্ষিণ জেলা আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা কাজী আবু তৈয়ব, জেলা আ.লীগ নেতা সেলিম নবী, আ.লীগ নেতা জয়নাল আবেদীন, আশীষ তালুকদার প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।