Inqilab Logo

শনিবার ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১, ২৯ রবিউস সানী ১৪৪৬ হিজরি

চলছে চট্টগ্রামে জাতীয় ঐক্যফ্রন্টের জনসভা মঞ্চ তৈরি, দুপুরের মধ্যেই জনসভা মঞ্চে উপস্থিত হবেন শীর্ষ নেতৃবৃন্দ

বিশেষ সংবাদদাতা, চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২৭ অক্টোবর, ২০১৮, ১১:২৪ এএম | আপডেট : ১২:১১ পিএম, ২৭ অক্টোবর, ২০১৮

বন্দরনগরী চট্টগ্রামের প্রাণকেন্দ্র কাজীর দেউড়ী নূর আহম্মদ সড়কের নাসিমন ভবন চত্বরে জাতীয় ঐক্যফ্রন্টের জনসভার কার্যক্রম শুরুর অপেক্ষা মাত্র। বন্দরনগরীসহ বৃহত্তর চট্টগ্রামবাসীর চোখ এখন সেদিকে।  এখান থেকে আজ কী ঘোষণা দেবেন শীর্ষ জাতীয় নেতৃবৃন্দ এ নিয়ে চলছে আলোচনা-পর্যালোচনা আর গুঞ্জন। সভাস্থলের কাছে সাধারণ মানুষের ভিড় ধীরে ধীরে বাড়তে শুরু করে সকাল ১০টা থেকে। এ মুহূর্তে (আজ শনিবার সকাল ১১টা) সেখানে সুউচ্চ জনসভা মঞ্চ তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে। সভাস্থলের সামনে অবস্থান করছে বিপুল সংখ্যক পুলিশ। গত রাতভর জেগে বিএনপিসহ ঐক্যফ্রন্ট নেতা-কর্মীরা ডেকোরেশন কারিগর-মিস্ত্রীদের নিয়ে সভামঞ্চ তৈরির কাজ চালিয়ে আসছেন।
এদিকে আজ সকাল সাড়ে ৮ টায় মিনিটে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছেন জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম শীর্ষ নেতা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, ড. খন্দকার মোশারফ হোসেন, ড. মঈন খান, মীর্জা আব্বাস। সকাল পৌনে ১১টার দিকে মির্জা ফখরুলসহ নেতৃবৃন্দ চট্টগ্রামে হযরত শাহ আমানতের মাজার জিয়ারত করেন। সকাল পৌনে ১১টায় চট্টগ্রামে বিমানবন্দরে এসে পৌঁছান জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম শীর্ষ নেতা গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী
এ রিপোর্ট লেখার সময় ড. কামাল হোসেনসহ নেতৃবৃন্দ বিমান বন্দর থেকে নগরের কেন্দ্রস্থলে সড়ক পথে ফিরছিলেন বলে জানান চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সভাপতি সাবেক প্রতিমন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরী।
গতরাতে চট্টগ্রামে এসে পৌাঁছান জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি ঐক্যফ্রন্ট নেতা আ স ম আবদুর রব ও তানিয়া রব। তারাও সকালে হযরত শাহ আমানতের মাজার জিয়ারত করেন। নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না রওনা দিচ্ছেন। অন্য শীর্ষ নেতারা ইতোমধ্যে চট্টগ্রামে এসে গেছেন।
নাসিমন ভবন সংলগ্ন সুপরিসর ফুটাপাত জুড়ে জনসভা মঞ্চটি তৈরি করা হয়েছে ২৫ ফুট বাই ২০ ফুট আকারের। উচ্চতা ৬ ফুট, নিচের ঢালুর দিকে তা ৮ ফুট। তবে চট্টগ্রাম বিএনপি ও ঐক্যফ্রন্ট নেতারা জানান, তারা ৪০ ফুট বাই ২২ ফুট সাইজের মঞ্চ তৈরি করতে চাইলে পুলিশ কর্তৃপক্ষ মূল সড়কের দিকে তা বাড়ানো যাবে না এই অজুহাতে বাধা দেয়। ফলে সীমিত করা হয় মঞ্চের সাইজ।
মঞ্চ তৈরির কাজকর্ম তদারকির সময় (সকাল ১০টায়) বিএনপির চট্টগ্রাম মহানগর সভাপতি ডা. শাহাদাত হোসেন, সহ-সভাপতি আবু সুফিয়ান, সাইফুল আলমসহ নেতৃবৃন্দ উপস্থিত সাংবাদিকদের জানান, আজকের এই জনসভায় চট্টগ্রামের লাখো মানুষের ঢল নামবে। বাড়িঘরে তল্লাশি, গায়েবী মামলা, ধর-পাকড় নানামুখী হয়রানি সত্ত্বেও জনতার বাঁধ ঠেকানোর সাধ্য কারো নেই। কেননা দেশে অবাধ, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে জাতীয় ঐক্যফ্রন্টের দাবি এবং লক্ষ্যের প্রতি আজ সারাদেশের মানুষ একাত্ম হয়েছে। আজকের জনসভায় তা পুনরায় প্রমাণিত হবে ইনশাআল্লাহ।
কেন্দ্রীয় নেতা শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি জানান, কেন্দ্রীয় নেতৃবৃন্দ দুপুরের মধ্যেই জনসভা মঞ্চে উপস্থিত হবেন। সর্বত্র ব্যাপক সাড়া দেখতে পাচ্ছি জনসভাকে কেন্দ্র করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চট্টগ্রামে


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ