পুনরায় যমুনা ব্যাংকের এমডি হলেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ
যমুনা ব্যাংক লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে আরও ৫ বছরের জন্য পুনরায় নিয়োগ পেয়েছেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ। বাংলাদেশ ব্যাংক তাকে পুনঃনিয়োগের অনুমোদন দিয়েছে।
কর্পোরেট রিপোর্টার : পুঁজিবাজারে তালিকাভুক্ত ১৮৭ কোম্পানী হিসাব-বছর নিয়ে জটিলতায় পড়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নির্দেশনা অনুসারে কোম্পানীগুলোকে তাদের হিসাব বছর পরিবর্তন করতে হবে। প্রসঙ্গত অর্থবিল ২০১৫ এ ব্যাংক, বিমা ও নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান ছাড়া বাকি সব প্রতিষ্ঠানকে জুলাই-জুন হিসাব বছর অনুসরণ করতে বলা হয়। দেশের সব বাণিজ্যিক প্রতিষ্ঠানকে অভিন্ন হিসাব বছরের আওতায় নিয়ে আসার লক্ষ্যে এ উদ্যোগ নেয় এনবিআর। অবশ্য এনবিআরের নির্দেশনায় হিসাব বছরের জায়গায় আয়বর্ষ বলা আছে। আলোচিত কোম্পানীগুলোর বেশিরভাগই জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত সময়কে হিসাব বছর হিসেবে অনুসরণ করে। কিছু কোম্পানী অন্য ১২ মাসকে হিসাব বছর হিসেবে গণ্য করে। এনবিআরের নির্দেশনা অনুসারে কোম্পানীগুলোকে ১ জুলাই থেকে ৩০ জুন পর্যন্ত সময়কে হিসাব বছর হিসেবে গণ্য করতে হবে। বর্তমানে ঢাকা স্টক এক্সচেঞ্জে ২৯১টি কোম্পানী তালিকাভুক্ত আছে। এদের মধ্যে ১৭১টি কোম্পানী জানুয়ারি-ডিসেম্বর সময়কে হিসাব বছর হিসেবে অনুসরণ করে। এপ্রিল টু মার্চ হিসাব বছর ৫ কোম্পানীর, ৫টি কোম্পানী অনুসরণ করে অক্টোবর থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।