Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ ও ধর্মনিরপেক্ষতার নিয়ে ব্যবসা করছে-মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ২৭ অক্টোবর, ২০১৮, ১২:০৩ এএম

 বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ধর্মনিরপেক্ষতা ও মুক্তিযুদ্ধ নিয়ে আওয়ামী লীগ জনগনের সাথে প্রতারণা করছে। আওয়ামী লীগ এদেশের হিন্দু-বৌদ্ধ খৃষ্টান সম্প্রদায়ের বন্ধু সেজে তাদের সব চেয়ে বেশি অত্যাচার নির্যাতন করছে। গতকাল বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে হিন্দু স¤প্রদায়ের শুভ বিজয়ার অনুষ্ঠান উপলক্ষে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর হিন্দু সম্প্রদায়ের লোকজনের উদ্দেশ্য করে বলেন, গত দশবছরের একটা দুইটা না অসংখ্য ঘটনা ঘটেছে যেখানে দেখা গেছে যে, হিন্দু স¤প্রদায়, বৌদ্ধ স¤প্রদায়, খৃষ্টান স¤প্রদায়ের জমি দখল করছে কারা। আওয়ামী লীগের সদস্যরা। আওয়ামী লীগ দুইটা ব্যবসা খুব ভালো পারে। একটা হচ্ছে ধর্মনিরপেক্ষতা ব্যবসা আরেকটা হচ্ছে মুক্তিযুদ্ধের ব্যবসা। এই দুইটিকে বিক্রি করে করে তারা তাদের রাজনীতিকে ধরে রাখার চেষ্টা করছে। আমরা সবাই জানি এটা প্রতারনা ছাড়া আর কিছুই না। তারা সবসময় একটা প্রচারনা চালায়, যে প্রচারনার মধ্য দিয়ে তারা জনগনকে বিভ্রান্ত করে, আপনাদেরকে বিভ্রান্ত করে- এটা আপনাদের সচেতনভাবে জানতে হবে।
ফখরুল বলেন, মুক্তিযুদ্ধের কথা বলে আর কেউ নাই, তারা ছাড়া আর কেউ নাই। বাংলাদেশে আর কেউ মুক্তিযুদ্ধ করে নাই। আর যারা তাদের বিরুদ্ধে কথা বলবে তারা হবে স্বাধীনতার শত্রু, মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে। মুক্তিযুদ্ধের যে মূল চেতনা গণতন্ত্র সেটাকেই গিলে বসে আছে তারা। আবার বলে যে, ওরা মুক্তিযুদ্ধের পক্ষের। ওরা তো মুক্তিযুদ্ধের শুদ্ধতর চেতনা, ওরা গণতন্ত্রকে ধবংস করেছে। ওরা আমাদের সমস্ত অধিকারগুলোকে কেড়ে নিয়ে সেবা দাসে পরিণত করেছে।
তিনি বলেন, আমরা ভয়াবহ একটা অবস্থা অতিক্রান্ত করছি। আমাদের জাতি সত্ত¡া আজকে বিপন্ন। আমরা জনগনের অধিকারকে প্রতিষ্ঠান করতে চাই, আমরা মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে চাই। আজকে সমস্যাটা বিএনপির নয়, হিন্দুর নয়, মুসলমানের নয়। আজকের সমস্যাটা হচ্ছে বাংলাদেশের জাতির। আমরা একটা স্বাধীন সার্বভৌম জাতি হিসেবে টিকে থাকতে পারবো কিনা। কেউ ভোট দিতে যেতে পারে না। ওদের লোককেরা সরকারি কর্মচারিরা, ওই পুলিশ ভোট দিয়ে যায়। ভালো মানুষ ভোট দিতে পারে না। এভাবে সরকার নির্বাচনের প্রক্রিয়াকে ধবংস করে ফেলেছে। এই অবস্থা থেকে উত্তরণে সকলকে ‘ঐক্যবদ্ধ’ হওয়ার আহবান জানান বিএনপি মহাসচিব। তিনি বলেন, আজকে আমরা যে সংগ্রাম শুরু করেছি সেই সংগ্রাম কিন্তু কোনো দলের জন্য নয়, এই সংগ্রাম কোনো ব্যক্তির নয়। এই সংগ্রাম হচ্ছে গণতন্ত্রকে মুক্ত করবার সংগ্রাম, বাংলাদেশের মানুষকে মুক্ত করবার সংগ্রাম। তাই আমাদের সকলকে এক হতে হবে। জনগনের শক্তিকে ঐক্যবদ্ধ করে আসুন আমরা ঐক্যবদ্ধ হই। এই যে দানবকে সরানোর জন্য আমাদেরকে ঐক্যবদ্ধভাবে আঘাত করতে হবে।
আগামী নির্বাচনে প্রমাণ করে দিতে হবে এই দেশের মানুষ গণতন্ত্র চায়, আমরা ৭টা দাবি দিয়েছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে, সংসদ বাতিল করতে হবে, নির্বাচন কমিশন পূনর্গঠন করতে হবে। এই দাবিগুলো তফসিল ঘোষণার আগে পুরণ করতে হবে। দাবি পুরণ না হলে জনগন আন্দোলনের মধ্য দিয়ে সেই দাবি আদায় করে নিয়ে দেশে একটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে জনগনের সরকার প্রতিষ্ঠা করবে এটাই হচ্ছে আমাদের প্রত্যয়।
গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে শুভ বিজয়ার শুভেচ্ছা বিনিময় উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে এই অনুষ্ঠান করা হয়।
অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, মাহবুবুর রহমান, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, হিন্দু, বৌদ্ধ, খৃষ্টান কল্যাণ ফ্রন্টের আহবায়ক গৌতম চক্রবর্তী, কেন্দ্রীয় নেতা জয়ন্ত কুন্ড, অপলেন্দু দাশ অপু, রমেশ দত্ত, দেবাশীষ রায় মধু, তপন দে, মিল্টন বৈদ্য প্রমূখ বক্তব্য রাখেন। এছাড়া রামকৃষ্ণ মিশনের স্বামী শান্তিকারানন্দ মহারাজ, স্বামী কল্পেশানন্দ মহারাজ, বাংলাদেশ মাইনরিটি পার্টির সাধারণ সম্পাদক সুকৃতি মন্ডল, বগুড়ার শেরপুর পৌরসভার সাবেক মেয়র স্বাধীন কুন্ড, হিন্দু মহাজোটের সদস্য সমীর সরকারও বক্তব্য রাখেন। পরে অনুষ্ঠানে আগত হিন্দু স¤প্রদায়ের সদস্যদের মিষ্টান্ন দিয়ে আপ্যায়ন করা হয়।

 



 

Show all comments
  • Neel ২৬ অক্টোবর, ২০১৮, ২:৫৫ পিএম says : 1
    একদম সঠিক
    Total Reply(0) Reply
  • Nazrul Nazri ২৬ অক্টোবর, ২০১৮, ২:৫৫ পিএম says : 1
    Every one know that
    Total Reply(0) Reply
  • Nizzal Islam ২৬ অক্টোবর, ২০১৮, ২:৫৬ পিএম says : 1
    সত্য কথা বলছে নেতা
    Total Reply(0) Reply
  • মেঘ ২৬ অক্টোবর, ২০১৮, ২:৫৭ পিএম says : 1
    1000% তবে বুঝতে খুব দেরি হল। সাধারণ মানুষ আরো অনেক আগে বুঝছে
    Total Reply(0) Reply
  • Mohammed Shah Alam Khan ২৬ অক্টোবর, ২০১৮, ৫:৩৯ পিএম says : 0
    ................ আল্লাহ্‌ আমাদের দেশের রাজনীতিবিদদেরকে সত্য কথা বলার ও সততার পথে চলার ক্ষমতা দান করুন। আমিন
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মির্জা ফখরুল

২১ ফেব্রুয়ারি, ২০২৩
২০ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ