Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্থায়ী পদ না থাকলেও উপসচিব হলেন ২৭৩ কর্মকর্তা

গভীর রাতে জনপ্রশাসনের প্রজ্ঞাপন জারি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৫ অক্টোবর, ২০১৮, ১০:৫১ পিএম

প্রশাসনে স্থায়ী পদ না থাকলেও বর্তমান সরকারের মেয়াদের শেষ দিকে এসে সিনিয়র সহকারী সচিব পদ থেকে উপসচিব হিসাবে পদোন্নতি দেয়া হয়েছে ২৫৬ কর্মকর্তাকে। বুধবার মধ্যরাতে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে। এর আগে চলতি বছরের ২০ শে ফেফ্রুয়ারি উপসচিব পদে ৪২৪ জন কর্মকর্তাকে পদোন্নতি দেয়া হয়েছিল। জন প্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, উপসচিবের স্থায়ী পদ আছে সাড়ে আটশর মত। এই পদে নতুন করে পদোন্নতি দেয়ায় বর্তমানে উপসচিবের সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৮৫৯ জনে। 

বিদেশে বিভিন্ন মিশনে কর্মরত সাতজনের জন্য আলাদা প্রজ্ঞাপনে বলা হয়, তারা উন্নীত পদে যোগদানের তারিখ হতে উপসচিবের বেতন-ভাতা পাবেন। বাকি ১৭ জন শিক্ষা ছুটিতে থাকায় তাদের প্রজ্ঞাপন জারি হয়নি। পদোন্নতি পাওয়া কর্মকর্তার মধ্যে ২০৪ জন বিসিএস প্রশাসন ক্যাডার এবং ৬৯ জন অন্যান্য ক্যাডারের। তবে মেয়াদ পূর্তির শেষ সময়ে এসেও সরকার পদোন্নতি বঞ্চনার অভিযোগ থেকে মুক্ত হতে পারেনি। যারা পদোন্নতি পেলেন তারা হলেন, মোহাম্মদ আবদুল কাদের, শেলেন্দ্র নাথ মন্ডল,মো. রেজাউল কবীর, মো. আফজালুর রহমান , খান মো. রেজা-উন-নবী , মুহাম্মদ মাহফুজুর রহমান, আনিসুল ইসলাম , অতীন কুমার কুন্ডু, মো. মনিরুল আলম,মোহাম্মদ সাইফুল ইসলাম, বেগম রহিমা আক্তার , আলিয়া মেহের, নূর-ই-খাজা আলামীন, মো. রশিদুল মান্নাফ কবীর, মো. মমিনুর রশিদ , সৈয়দ ইরতিজা আহসান,মো. আখতার মামুন, মোহাম্মদ মিজানুর রহমান সরকার, মোহাম্মদ শফিউল আলম মো. আবুল আমিন, মুফিদুল আলম , মো. আনোয়ার ইমাম, মো. রুহুল আমিন, মোহাম্মদ আনিসুর রহমান,মো. লোকমান হোসেন, মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম , এসএম শফিক, বদরুল হাসান লিটন, সঞ্জীব কুমার দেবনাথ, মো. রবিউল ইসলাম, মুহাম্মদ আরিফুল ইসলাম, মোছা. জেসমিন আক্তার,বেগম ফারহানা ইসলাম , আবু হায়াত মো. রহমতুল্লাহ , শেখ জাহিদুল ইসলাম, মো. আসাদুজ্জামান, মো. লোকমান আহামেদ, দুলাল চন্দ্র সূত্রধর,মো. মামুনুর রশিদ, মোহাম্মদ সাইফুল হাসান, মো. আহসান হাবিব,বেগম নাসরিন পারভীন, বেগম ভেনিসা রড্রিক্স , মো. আবুল কালাম আজাদ, বেগম শাহানা আখতার জাহান, বেগম ফৌজিয়া খান, আলমগীর হুসাইন , মোহাম্মদ মামুন মিয়া , মোসা. নাজমুন নাহার, খোন্দকার ফরহাদ আহমদ, মো. শফিকুল ইসলাম, মোহাম্মদ মাহবুব আলম,মোহাম্মদ সানোয়ার হোসেন, মো. কামরুল আহসান তালুকদার, মোহাম্মদ মফিজুল ইসলাম ,শাকিল আহমেদ, মোহাম্মদ জাকির হোসেন,
মো. সাইদুজ্জামান, মো. সহিদুজ্জামান, মোহাম্মদ রবিউল ফয়সাল,বেগম ফৌজিয়া রহমান, মো. ছাদেকুর রহমান, মো. মোস্তাফিজার রহমান,মোহাম্মদ আবু সাঈদ মোল্লা, বেগম ফাতেমা তুল জান্নাত, আবু ছালেহ মো. মুসা জঙ্গী, হোসেন আহমেদ, মোহাম্মদ নজরুল ইসলাম, মো. তৌহিদুল ইসলাম, মো. শফিকুল ইসলাম, মোহাম্মদ সাহেদুল ইসলাম, মো. মিজানুর রহমান, সেলিম আহমদ, মো. সাইফুল ইসলাম, মো. জুলকার নায়ন,মোহাম্মদ আবুল কালাম আজাদ, মো. আব্দুর রহমান, মোহাম্মদ আশরাফুল আফসার, বেগম আফসানা বিলকিস,ডা. মো. আবদুল আজিজ, আবু নাছের ভূঁঞা, এবিএম সাদিকুর রহমান,মোহাম্মদ আব্দুল আউয়াল,হাসান মূর্তাজা মাসুম, আহমেদ কামরুল হাসান, আবু হাসনাত মোহাম্মদ আরেফীন,মো. আমিনুল ইসলাম, পঙ্কজ ঘোষ, মো. ইসরাইল হোসেন, বেগম সিফাত মেহনাজ, বেগম আফরিনা ইসলাম, মো. খালিদ হোসেন, বেগম রুমানা রহমান শম্পা , শেখ মুহাম্মদ মনিরুজ্জামান আল মাসউদ, এসএম আবদুল্লাহ আল মামুন, মোহাম্মদ মনিরুজ্জামান বকাউল , ইফতেখার উদ্দিন শামীম, মোহাম্মদ নায়িরুজ্জামান, মো. আজিজুল ইসলাম , বেগম আফিয়া আখতার, বেগম রোকসিন্দা ফারহানা,মুহাম্মদ আলী প্রিন্স, বেগম ফারজানা জেসমিন, মোহাম্মদ খালেদ-উর-রহমান, মো. ফিজনূর রহমান, বেগম দূর-রে শাহওয়াজ, মোসা. আলিয়া ফেরদৌস জাহান, সাইয়েদ এজেড মোরশেদ আলী, মো. বাকাহীদ হোসেন,এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার, মো. মঈনুল হাসান, মোহাম্মদ কামরুল হাসান মোল্যা, মো. ইকবাল হোসেন , বেগম মির্জা শাকিলা দিল হাছিন, মোছা. মোস্তারী কাদেরী , মোছা. জেসমুন নাহার, মো. শওকত ওসমান, এসএম শফি কামাল, মো. আনিসুজ্জামান খান, মো. শফিউল আলম, মো. মিজানুর রহমান, মোহাম্মদ উল্ল্যাহ, মো. আলতাফ হোসেন, শারমিন আক্তার জাহান, বেগম দিলওয়ারা আলো , বেগম নুসরাত সুলতানা, মুহম্মদ শাহীন ইমরান , বেগম ফ্লোরা বিলকিস জাহান, সৈয়দা নাহিদা হাবিবা, শহিদুল ইসলাম, বেগম আক্তারুন্নাহার, মুহাম্মদ নজরুল ইসলাম, জাহিদ হোসেন ছিদ্দিক, বেগম জাকিয়া সুলতানা, মোছা: শিরিন শবনম, বেগম লাবনী চাকমা, সালেহীন তানভীর গাজী,মো. নুরুজ্জামান, এইচএম রকিব হায়দার, গোলাম মো. শাহনেওয়াজ, শেখ মোহাম্মদ বেলায়েত হোসেন, আবু জাফর রাশেদ , বেগম নার্গিস পারভীন, মোহাম্মদ ইকবাল হোসেন, এটিএম শরিফুল আলম, মোহাম্মদ আবু নাসের বেগ , মো. রেজাউল করিম, মৃধা মো. মোজাহিদুল ইসলাম, আলীমুন রাজীব, আবু হাসনাত মো. মঈনউদ্দিন, মো. হেমায়েত উদ্দিন,মো. মোশারফ হোসেন খান, বেগম লুৎফুন নাহার, বেগম সামসুন নাহার সুমি, মো. নুরুল হাফিজ, এসএম রফিকুল ইসলাম, বেগম রোকসানা রহমান, মো. মাহবুবুর রহমান, বেগম সুষমা সুলতানা , আবদুল কাদের, বেগম ঈশিতা রনি , মীর তায়ফা সিদ্দিকা, আজহারুল ইসলাম বেগম শারমিন আলম, বেগম কানিজ ফাতেমা তানিয়া, মুহাম্মদ আশরাফ হোসেন, মো. রেজাউল করিম, মোসা. শরীফুন্নেসা, ফজলুল জাহিদ পাভেল, ড. উর্মি বিনতে সালাম , বেগম তাজিনা সারোয়ার, মো. দেলোয়ার হোসেন, বেগম ইশরাত ফারজানা, সন্দ্বীপ কুমার সিংহ, মো. সেলিম হোসেন, মোহাম্মদ সাখাওয়াত হোসেন সরকার, আব্দুল্লাহ আল খায়রুম,মু. শাহাদাত খন্দকার, মোতাকাব্বীর আহমেদ, মোহাম্মদ আবদুল্লাহ , বিসিএস (কৃষি) ক্যাডার হুমায়ুন কবির, ড. মো. সাইফুল ইসলাম, মো. মজিবুর রহমান, মো. মাজেদুল ইসলাম, জগদীশ চন্দ্র দেবনাথ, মো. কেরামত আলী, মো. মফিদুল ইসলাম, মো. ফরহাদ হোসেন, শরীফ মো. ইসমাইল হোসেন, মো. সাইফুল ইসলাম, মো. মনসুর আলম, আবু সাঈদ মো. ফজলে এলাহী, ড. মো. রফিকুল ইসলামসহ অনেক পদোন্নতি পেয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জনপ্রশাসন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ