বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডে (বিডিবিএল) ঋণ কেলেঙ্কারির ঘটনা অনুসন্ধানের অংশ হিসেবে ছয় ব্যবসায়ীকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বুধবার দুদকের সহকারী পরিচালক গুলশান আনোয়ার প্রধান তাদের চিঠি দিয়েছেন বলে সূত্রে জানা যায়। ওই ছয় ব্যবসায়ীকে ৩১ অক্টোবর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে।
যাদের তলব করা হয়েছে তারা হলেন চট্টগ্রামের খাতুনগঞ্জের এম এম ভেজিটেবল অয়েল প্রডাক্টসের ব্যবস্থাপনা পরিচালক জহির উদ্দিন, একই প্রতিষ্ঠানের চেয়ারম্যান হেফাজাতুর রহমান, ঢাকা ট্রেডিং হাউসের মালিক টিপু সুলতান, ট্যাটকা অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক মো. সাখাওয়াত হোসেন, টিআর স্পেশালাইজড কোল্ড স্টোরেজের ব্যবস্থাপনা পরিচালক মো.ওহিদুল আলম, একই প্রতিষ্ঠানের পরিচালক মো তৌফিকুল আলম। এর আগে একই অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে বিডিবিএলের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের দুদকে তলব করে জিজ্ঞাসাবাদ করা হয়। সূত্র জানিয়েছে, সংশ্লিষ্ট ব্যাংক কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ প্রথম পর্যায়ে শেষ করা হয়েছে। এখন ঋণগ্রহীতাদের জিজ্ঞাসাবাদ শুরু হচ্ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।