Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শাহজালালে এবার ফাটলো ভারতীয় বিমানের চাকা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৬ অক্টোবর, ২০১৮, ১:১২ এএম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় এবার ভারতীয় স্পাইস জেটের একটি বিমানের চাকা ফেটে যাওয়ার ঘটনা ঘটেছে। কলকাতা থেকে আসা বিমানটির পেছনের বাম পাশের ল্যান্ডিং গিয়ারের চাকা ফেটে যায়। তবে এতে কেউ হতাহত হননি। বিমানটি গতকাল বুধবার বিকেল ৫টা ২০ মিনিটের দিকে অবতরণ করে। যদিও বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছেন ফ্লাইটটির ১৮০ জন যাত্রী এবং ১৩ জন ক্রু।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, অবতরণের সময় স্পাইস জেটটির পেছনের ডান পাশের একটি চাকা ফেটে যায়। বিমানটি বোডিং ব্রিজে আসা কোনোভাবেই সম্ভব না হওয়ায় রানওয়ে থেকেই যাত্রীদের নামিয়ে আনা হয়। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন আবদুল্লাহ আল ফারুক বলেন, বোয়িং-৭৩৮ উড়োজাহাজটির চাকা ফাটা বাদে অন্য কোনো ক্ষতি হয়নি। ইমার্জেন্সি ঘোষণা ছাড়াই স্বাভাবিকভাবে যাত্রী ও ক্রুরা উড়োজাহাজ থেকে নেমেছেন। তিনি বলেন, ‘ফ্লাইটটি অবতরণকালে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বিমানবন্দরের সার্বিক কার্যক্রম স্বাভাবিক। উড়োজাহাজটি সরিয়ে নেয়া হয়েছে।’
ঘটনার কারণ সম্পর্কে জানতে চাইলে বিমানবন্দরের পরিচালক বলেন, ‘কেন ঘটেছে এটা হুট করে মন্তব্য করা যাচ্ছে না। বিষয়টি তদন্তে বেরিয়ে আসবে। প্রাথমিকভাবে দেখা গেছে, ইন্ডিয়ান স্পাইস জেটের ডান দিকের চাকা ফেটেছে।’ এর আগেও শাহজালালে ইন্ডিয়ান স্পাইস জেটের চাকা ফাঁটার ঘটনা ঘটেছে বলে জানান তিনি।
বিমান বন্দর সূত্র আরো জানায়, বিমানটির বিকেল ৫টা ৪৫ মিনিটে পুনবায় যাত্রী নিয়ে ঢাকা ছাড়ার কথা থাকলেও যেতে পারছে না। এ কারণে যাত্রীদের দুর্ভোগে পড়তে হচ্ছে। বিমানবন্দরের এক কর্মকর্তা জানান, স্পাইস জেট বিমানটি ঢাকায় আসার পর যাত্রী নিয়ে পুনবায় ঢাকা ছাড়ার কথা ছিল। দুর্ঘটনার কারণে সেটি সম্ভব হচ্ছে না। এয়ারলাইন্স কর্তৃপক্ষ যাত্রীদের ইচ্ছা অনুযায়ী অন্য এয়ারলাইন্সে যাওয়ার ব্যবস্থা করে দিচ্ছে। কেউ পরবর্তী ফ্লাইটে যেতে চাইলেও সেটি ব্যবস্থা করা হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ