Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শিবগঞ্জ সীমান্তে সাড়ে ৪ কেজি গান পাউডার উদ্ধার

প্রকাশের সময় : ২৮ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

চাঁপাইনবাবগঞ্জ জেলা সংবাদদাতা : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে পদ্মা নদীতে একটি নৌকা থেকে চার কেজি ৬০০ গ্রাম গান পাউডার উদ্ধার করেছে বিজিবি। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
আজ বৃহস্পতিবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ ৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এসএম আবুল এহসান জানান, বৃহস্পতিবার সকাল পৌনে ১০টার দিকে মনোহরপুর সীমান্ত ফাঁড়ির সুবেদার লুৎফর রহমানের নেতৃত্বে একটি টহল দল সীমান্ত পিলার ১৩/৬-এস থেকে পাঁচ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে পদ্মা নদীতে অভিযান চালায়।
এ সময় একটি নৌকা থামিয়ে তল্লাশি করে ব্যাগের মধ্যে রাখা চার কেজি ৬০০ গ্রাম গান পাউডার উদ্ধার করা হয়।
ওই নৌকায় প্রায় ৩২ জন নারী-পুরুষ যাত্রী থাকলেও কেউ ব্যাগের মালিকানা স্বীকার করেনি। উদ্ধারকৃত গান পাউডার শিবগঞ্জ থানায় জমা দেয়া হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ