Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নারায়ণগঞ্জে গুলিবিদ্ধ ৪ লাশ উদ্ধার পুলিশের বিরুদ্ধে অভিযোগ সত্য হলে বিচার হবে

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ২৪ অক্টোবর, ২০১৮, ১২:৫১ এএম

নারায়ণগঞ্জের সড়কের পাশ থেকে ৪জনের গুলিবিদ্ধ লাশ উদ্ধারের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ খুন পুলিশ করেছে-আমার মনে হয় কথাটি সত্য নয়। পুলিশ ফাঁড়িতে নিয়ে গিয়ে মেরে ফেলেছে একথাও সত্য নয়।
গতকাল মঙ্গলবার রাজধানীর ফার্মগেটে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আরো বলেন, যেই উধাও হয় তখনই পরিবারের লোকজন এসে বলে পুলিশ নিয়ে গেছে। তদন্তের আগে আমি কিছু বলতে পারব না। অভিযোগ সত্য হলে তাদের (পুলিশের) বিচার হবে কেউ আইনের ওপরে নয়।
রাজধানীতে তল্লাশি চৌকিতে এক নারীকে আপত্তিকর প্রশ্ন করা এবং তার অমতে ভিডিও তুলে ফেসবুকে ছড়িয়ে দেয়ার বিষয়েও তিনি বলেন, পুলিশ এখন জনগণের বন্ধু হয়ে দাঁড়িয়েছে। পুলিশ কি এমন কাজ করতে পারে? তার পরেও আমি আবারও বলছি যদি পুলিশ করে থাকে তাহলে বিচার হবে।
জাতীয় ঐক্যফ্রন্ট নেতা সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা মইনুল হোসেনকে গ্রেফতার নিয়েও কথা বলেন আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, সবাই খুব ভালো করে জানে যে রাজনৈতিক কারণে ব্যারিস্টার মইনুলকে দরা হয়নি। তার বিরুদ্ধে এই পর্যন্ত ৭-৮ টি মামলা হয়েছে। দেশে বিভিন্ন জায়গা থেকে যেসব মহিলারা মনে করছেন যে নারীদের তিনি অবমাননা করেছেন তারাই এ সমস্ত মামলাগুলো করছেন। সবগুলো মামলাই কোনো না কোনো সামাজিক মহিলা নেত্রী কিংবা বিভিন্ন পর্যায়ের মহিলা নেত্রীরা করছেন। কাজেই রাজনৈতিক কোনো উদ্দেশ্য তাকে গ্রেফতার করা হয়নি। উদ্বোধন অনুষ্ঠানে অ্যাপভিত্তিক অ্যাম্বুলেন্স সেবা নিয়ে আসা ইজিয়ার টেকনোলজিসের ব্যবস্থাপনা পরিচালক মেহেদী হাসান ও ঢাকা মহানগর অ্যাম্বুলেন্স মালিক সমিতির সভাপতি আলমগীর হোসেন উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ