Inqilab Logo

রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

ঝিনাইদহে র‌্যাবের অভিযান মাদক ব্যবসায়ীসহ ৭ জন আটক

প্রকাশের সময় : ২৮ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

ঝিনাইদহ জেলা সংবাদদাতা : ঝিনাইদহ র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন পৃথক অভিযান চালিয়ে ঝিনাইদহ ও চুয়াডাঙ্গার জীবননগর এলাকা থেকে ছিনতাই ও মাদক ব্যবসার সাথে জড়িত থাকার অভিযোগে ৭ জনকে আটক করেছে। এর মধ্যে তিনজনকে ২৯৮ বোতল ফেনসিডিলসহ জীবননগর উপজেলার লক্ষ্মীপুর থেকে আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার লক্ষ্মীপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে রাসেল, একই গ্রামের রবিউল ইসলামের ছেলে সাইফুল ইসলাম, আবুল কাসেমের ছেলে বাবু, ঝিনাইদহ সদর উপজেলার পুটিয়া গ্রামের ইসরাইল হোসেনের ছেলে আকাশ, শহরের হামদহ খোন্দকার পাড়ার যাকিউল হাবিব বিপ্লবের ছেলে রিজভী আহম্মেদ নিশান, ইসমাইল হোসেনের ছেলে জনি মিয়া ও রুহুল আমিনের ছেলে ইমদাদুল হক। বৃহস্পতিবার দুপুরে সংবাদ মাধ্যমে পাঠানো ঝিনাইদহ র‌্যাব-৬ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় বুধবার রাতে ঝিনাইদহ র‌্যাবের কোম্পানি কমান্ডার মেজর মোঃ মনির আহমেদের নেতৃত্বে একটি আভিযানিক দল চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার লক্ষ্মীপুর গ্রামে অভিযান চালায়। র‌্যাব সেখানে ফেনসিডিল কেনাবেচা অবস্থায় রাসেল, সাইফুল ও বাবুকে ২৯৮ বোতল ফেনসিডিলসহ আটক করে। বৃহস্পতিবার সকালে আটককৃতদের জীবননগর থানা পুলিশে সোপর্দ করা হয়। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। এদিকে ঝিনাইদহ র‌্যাব-৬ এর সিপিসি-২, ইউনিটের একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইদহ সদর উপজেলার পুটিয়া হাই স্কুল এলাকায় অভিযান চালিয়ে চার ছিনতাইকারীকে আটক করে। আটককৃতদের কাছ থেকে ছিনতাইকৃত একটি ইজিবাইক ও একটি চাপাতি উদ্ধার করা হয়। আটককৃত ছিনতাইকারী আকাশ, রিজভী আহম্মেদ নিশান, জনি মিয়া ও ইমদাদুল হককে ঝিনাইদহ সদর থায় সোপর্দ করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ