Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঝিনাইদহের ১৫টি ইউনিয়নে সন্ত্রাস সৃষ্টি ভোটারদের উপর নির্যাতন হামলা মামলার অভিযোগ

প্রকাশের সময় : ২৮ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

ঝিনাইদহ জেলা সংবাদদাতা : ঝিনাইদহ সদর ও হরিণাকুন্ডু উপজেলার ১৫টি ইউনিয়নে সরকার দলীয় প্রার্থীদের বিরুদ্ধে সন্ত্রাস সৃষ্টি, ভোটারদের উপর নির্যাতন, হামলা, মামলা, ভয়ভীতি প্রদর্শনসহ নির্বাচনী আচরণ বিধি ভঙ্গের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহ জেলা বিএনপির পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলনে এই অভিযোগ করা হয়। সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ঝিনাইদহ জেলা বিএনপিসাধারণ সম্পাদক আব্দুল মালেক। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য মো: মসিউর রহমান, বিএনপি নেতা শহিদুজ্জামান বেল্টু, এড মুন্সি কামাল আজাদ পাপননু, এড এম এ মজিদ, জাহিদুজ্জামান মনা, আব্দুল মজিদ বিশ্বাস, এড আব্দুল আলীম প্রমুখ। লিখিত বক্তব্যে উল্লেখ্য করা হয়, সরকারী দলের সন্ত্রাসীদের অত্যাচার ও হুমকিতে ধানের শীর্ষ প্রতীকের প্রার্থী এবং সমর্থকরা অতিষ্ঠ হয়ে উঠেছে। নির্বাচনী মাঠে তারা দাড়াতে পারছে না। অস্ত্র শস্ত্র নিয়ে নির্বাচনী এলাকায় মোটরসাইকেল মহড়া দেওয়া হচ্ছে। এতে ভোটের পরিবেশ বিঘ্নিত হচ্ছে। সাংবাদিক সম্মেলনে জানানো হয়, ঝিনাইদহ সদর উপজেলার কালীচরণপুর ইউনিয়নে বিএনপি প্রার্থী আলমগীর হোসেনের মহিলা কর্মীদের উপর হামা চালানো হয়েছে। পোড়াহাটী ইউনিয়নে নৌকার প্রার্থীর লোকজন প্রকাশ্যে সশস্ত্র মোটরসাইকেল মহড়া দিয়ে ভীতি সৃষ্টি করছে। পোড়াহাটিতে আওয়ামীলীগের সন্ত্রাসীরা বিএনপি কর্মী আব্দুল মান্নান ভিমের বাড়িতে হামলা চালিয়ে মহিলাদের মারধর করে। সদরের পদ্মাকর ইউনিয়নে আওয়ামীলীগের দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে একজন নিহত হওয়ার ঘটনায় উল্টো বিএনপি নেতাকর্মীদের নামে মামলা দিয়ে ঘরবাড়ি ছাড়া করা হয়েছে। লিখিত বক্তব্যে উল্লেখ করা হয় সদর উপজেলার ফুরসন্দি, নলডাঙ্গা ও দোগাছীসহ একাধিক ইউনিয়নে ধানের শীষের মার্কা ছিড়ে ফেলা হচ্ছে। কোন কোন গ্রামে পোষ্টার মারতে দেওয়া হচ্ছে না। প্রার্থীরা ভোট চাইতে মাঠে নামলে তাদেরকে হত্যার হুমকী দেওয়া হচ্ছে। সদরের হরশিংকরপুর ইউনিয়নে বিএনপি প্রার্থীর পোলিং এজেন্ট না হতে এখন থেকেই বাড়ি বাড়ি গিয়ে সন্ত্রাসরা হুমকী দিচ্ছে। হরিণাকুন্ডুর কাপাশহাটিয়া ইউনিয়নে আওয়ামীলীগের প্রার্থী ত্রাসের রাজত্ব কায়েম করেছে। সেখানে বাইরে থেকে ভাড়া করে অস্ত্রধারী সন্ত্রাসীদের আনা হচ্ছে এবং ভোটারদের ভোট কেন্দ্রে যেতে নিষেধ করা হচ্ছে। হরিণাকুন্ডুর ভায়না ইউনিয়নে এক আওয়ামীলীগ নেতার বড় ভাই স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে দাড়িয়ে বিএনপি কর্মীদের প্রতি জুলুম নির্যাতন চালাচ্ছে। সাংবাদিক সম্মেলনে জানানো হয়, হরিণাকুন্ডুর তাহেরহুদা, দৌলতপুর, জোড়াদহ, ফলসী ও রঘুনাথপুর ইউনিয়নে ভোট কেন্দ্রে না যেতে বিএনপি নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে হুমকী ও ভয়ভীতি দেখানো হচ্ছে। বিএনপির পক্ষ থেকে এ সব অভিযোগ যথাযথ কর্তৃপক্ষের কাছে জানালেও কোন ফল হচ্ছে না বলে অভিযোগ করা হয়। সাংবাদিক সম্মেলনে ঝিনাইদহ জেলা নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কাছে নিরপেক্ষ ও সুষ্ঠ নির্বাচনের স্বার্থে ভোটের মাঠের পরিবেশ ফিরিয়ে আনার দাবী জানানো হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ