Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আবারও জ্বলছে সুন্দরবন

প্রকাশের সময় : ২৮ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

মংলা উপজেলা সংবাদদাতা : পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের পাশে আড়ুয়াদেড় এলাকায় আবারও আগুন লেগেছে। পুড়ে গেছে পাঁচ একরেরও বেশী বনভূমি। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট।
পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) বেলায়েত হোসেন জানান, বুধবার সন্ধ্যায় দিকে ধানসাগর স্টেশনের বন কর্মীরা স্টেশনের পাশে আড়ুয়াদেড় এলাকায় ধোঁয়ার কুন্ডলী দেখতে পায়। পরে তারা কাছে গিয়ে দেখতে পায় জঙ্গলে আগুন। তাৎক্ষনিক তারা আগুন নেভানোর কাজ শুরু করে। তবে এই আগুন কখন কিভাবে লেগেছে তা এখনো নিশ্চিত করতে পারেনি বন কর্তৃপক্ষ।
এর আগে গত ১৮ এপ্রিল ধানসাগর স্টেশনের নাংলী ক্যাম্প, পঁচাকোড়ালিয়া ও নাপিতখালী বন এলাকায় আগুনের জন্য বনবিভাগ স্থানীয় কয়েক দুর্বৃত্তকে দায়ী করে ঘটনার জন্য পৃথক দুটি মামলা করে বনবিভাগ। তবে এখনো তাদের কেউ গ্রেফতার হয়নি।
এই নিয়ে গত একমাসে সুন্দরবনের একই এলাকায় চারবার আগুন লাগার ঘটনা ঘটেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ