Inqilab Logo

সোমবার, ২০ মে ২০২৪, ০৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ১১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

বৃষ্টির জন্য রাজশাহীতে বিশেষ নামাজ

প্রকাশের সময় : ২৮ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

রাজশাহী জেলা সংবাদদাতা : রাজশাহী মহানগরীর শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে মহান আল্লাহ তায়লার নিকট বৃষ্টি চেয়ে বিশেষ নামাজ আদায় করেন স্থানীয় মুসল্লিরা। সবাই নামাজ শেষে বৃষ্টির জন্য পরম করুণাময় আল্লাহর কাছে দোয়া করেন।
আজ বৃহস্পতিবার সকাল ৯টায় এই নামাজ আদায় করা হয়। রাজশাহী সিটি কর্পোরেশন এই নামাজের আয়োজন করে।
নামাজ শেষে প্রখর রোদ ও প্রচণ্ড তাপ-দাহ থেকে পরিত্রাণ পেতে মহান আল্লাহর রহমত কামনা করা হয়। বিশেষ প্রার্থনা করা হয় অঝোর ধারায় বৃষ্টির জন্য। নামাজে ইমামতই করেন রাজশাহীর সোনাদিঘী জামে মসজিদের খতিব শেখ তৈয়বুর রহমান নিযামী।
দুই রাকাত নফল নামাজে সিটি কর্পোরেশনের দায়িত্বপ্রাপ্ত মেয়র নিযাম উল আযীম ছাড়াও প্যানেল মেয়র-২ ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর একেএম রাশেদুল হাসান টুলুসহ স্থানীয় মুসল্লি ও স্কুলের শিক্ষার্থীরাও অংশ নেন।
রাজশাহীসহ পুরো দেশেই গত দুই সপ্তাহেরও বেশি সময় ধরে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ থেকে ৪০ ডিগ্রির মধ্যে ওঠা-নামা করছে। এর মধ্যে গত ২৩ এপ্রিল চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আজ সকাল ৯টায় রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ