বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বগুড়া অফিস : বগুড়ার সারিয়াকান্দিতে ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর দেয়া টাকার ভাগবাটোয়ারা নিয়ে বন্ধুদের ছুরিকাঘাতে আহত কলেজ ছাত্র রুমান মিয়া (২৩) মারা গেছে। আজ বুধবার দিবাগত রাতে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় রুমানের মৃত্যু হয়।
নিহত রুমান নারচী ইউনিয়নের গনকপাড়া গ্রামের পিন্টু মন্ডলের ছেলে এবং সৈয়দ আহম্মেদ কলেজের মাস্টার্সের ছাত্র।
জানা গেছে, ইউনিয়ন পরিষদ নির্বাচনের পর বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী মজনু মন্ডল তাদের কর্মীদের পিকনিক করার জন্য ২০ হাজার টাকা দেন। পিকনিক শেষে ২৫০ টাকার ভাগবাটোয়ারা নিয়ে গত ২৩ এপ্রিল রাত ১০টার দিকে গণকপাড়া গ্রামের একদল ছেলের মধ্যে বাকতিন্ডা হয়।
একপর্যায়ে সীন নামের এক ছেলের চাকু দিয়ে আঘাত করলে রুমান, সোখিন ও সাহেদ নামের তিনজন আহত হয়। আহত অবস্থায় ৩ জনকেই বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রুমানের অবস্থার অবনতি হলে ঢাকায় নিয়ে যাওয়া হয়। গুরুতর আহত রুমানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতে সে মারা যায়।
সারিয়াকান্দি থানার ওসি ওয়াহেদুজ্জামান জানান, এ ঘটনায় থানায় ২৪ এপ্রিল মামলা হয়েছে। ওই মামলা হত্যা মামলায় রূপান্তর হবে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।