Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় ঐক্যফ্রন্টের সিলেট সমাবেশ সফলের আহবান জানালে, এডভোকেট এম.এ রকিব

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ২৩ অক্টোবর, ২০১৮, ৫:৩৯ পিএম

জাতীয় ঐক্যফ্রন্টের বুধবারের সিলেট সমাবেশকে সফল ও সার্থক করার আহবান জানিয়েছেন নেজাম ইসলাম পার্টির সভাপতি ্ও ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান প্রবীন আইনজীবি এডভোকেট এম.এ রকিব। এক বিবৃতিতে তিনি বলেন, অবাধ সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টির জন্য বর্তমান সংসদ ভেঙ্গে দিয়ে মন্ত্রীসভার পদত্যাগ, সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার ভিত্তিতে একটি নিরপেক্ষ ও নির্দলীয় নির্বাচনকালীন সরকার, রাজনৈতিক বন্দিদের মুক্তি, বাক স্বাধীনতা ও রাজনৈতিক সভা সমাবেশের অধিকার সুনিশ্চিত করে জনগণের আস্থাভাজন বক্তিগণের সমন্বয়ে নির্বাচন কমিশন পুনঃগঠন এবং নির্বাচনে ইভিএম ব্যবহার না করার দাবীতে আগামীকাল বুধবার সিলেট রেজিস্টারী মাঠে অনুষ্ঠিতব্য জাতীয় ঐক্যফ্রন্ট এর জনসমাবেশ। এই সমাবেশ সফল করার জন্য সিলেট এর সর্বস্তরের সম্মানিত জনগণের প্রতি আহবান জানিয়েছেন তিনি। এছাড়া ২০ দলীয় জোটের অন্যতম নেত্রী, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)’র সভাপতি, সাবেক ছাত্রনেত্রী অধ্যাপিকা রেহানা প্রধান এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ২০ দলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সভাপতি এডভোকেট মাওলানা আব্দুর রকিব, সিলেট জেলা শাখার সভাপতি শায়খুল হাদীস মুফতি আব্দুল করিম হক্কানী, সাধারণ সম্পাদক মোঃ ইলিয়াছ বিন রিয়াছত, সিলেট মহানগর সভাপতি মাওলানা মুজাম্মেল হক, সাধারণ সম্পাদক মাওলানা মনিরুজ্জামান এক যুক্ত বিবৃতি প্রদান করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ