Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পদ্মা ইসলামী লাইফ ইন্সুরেন্সের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান নির্বাচিত

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৪ অক্টোবর, ২০১৮, ১২:০৩ এএম

পদ্মা ইসলামী লাইফ ইন্সুরেন্স লিমিটেড-এর চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন প্রফেসর ড. এনআরএম বোরহান উদ্দিন। ভাইস চেয়ারম্যান হয়েছেন দেওয়ান নূরুল ইসলাম। গত রোববার বোর্ড অব ডাইরেক্টরস-এর এক সভায় আগামী এক বছরের জন্য তাদের নির্বাচিত করা হয়। ড. এনআরএম বোরহান উদ্দিন সিটি ইউনিভার্সিটির সাবেক ভিসি। তিনি নিউজার্সির স্টিভেন্স টেকনোলজি থেকে পিএইচডি, আমেরিকার পেনসিলভানিয়ার পিটসবার্গ ইউনিভার্সিটি থেকে এমবিএ ও ইন্ডিয়ানার বিএসইউ থেকে এমএস ডিগ্রি লাভ করেন।
অপরদিকে দেওয়ান নূরুল ইসলাম একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট। তিনি অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব টেকনোলজি সিডনি (ইউটিএস) থেকে ফিন্যান্স-এ এমবিএ ডিগ্রি লাভ করেন। তিনি পদ্মা অয়েল কোম্পানীর পরিচালক এবং রাষ্ট্রায়ত্ব বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড এর অডিট কমিটি ও বোর্ড অব ডিরেক্টরস-এর চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। তিনি দি ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ-এর সভাপতি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ