Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হরিপুর বিদ্যুৎ কেন্দ্রে ২ নির্মাণ শ্রমিক নিহত

স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ থেকে : | প্রকাশের সময় : ২৪ অক্টোবর, ২০১৮, ১২:০৩ এএম

বন্দরে হরিপুর ২১০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রে নির্মান কাজ করার সময় ছাদ থেকে পড়ে ২ নির্মাণ শ্রমিক নিহত ও আরো ২ শ্রমিক আহত হয়েছে। রোববার সন্ধ্যায় হরিপুর বিদ্যুৎ কেন্দ্রে ঘটনাটি ঘটে। হরিপুর বিদ্যুৎ কর্তৃপক্ষ আহতদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে প্রেরণ করেছে। তবে নিহত ২ শ্রমিকের নাম পরিচয় গোপন রেখে ওই রাতেই লাশ তাদের গ্রামের বাড়ীতে পাঠিয়ে দেয় বলে অপর একটি সূত্র জানায়।
এ ব্যাপারে বন্দর থানার অফিসার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম শাহীন মন্ডল জানান, হরিপুর বিদ্যুৎ কেন্দ্রের ছাদ ঢালাই কাজ করার সময় ছাদ থেকে পড়ে গিয়ে ২ শ্রমিক নিহত ও ২ জন গুরুত্বর আহত হয়। আহতের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে সেখানে ২ জন শ্রমিকের মৃত্যু হয়।
অপর একটি সূত্রে জানায়, হরিপুর বিদ্যুৎ কেন্দ্রের ছাদ ঢালাই কাজের ঠিকাদার নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য আলাউদ্দিনের গাফলতির কারণে এই দূর্ঘটনা ঘটে। এ ব্যাপারে আলাউদ্দিন সাথে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।
এ রির্পোট লেখা পর্যন্ত র্দূঘটনায় নিহত বা আহত শ্রমিকদের নাম পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় বন্দর থানায় কোন মামলা দায়ের হয়নি বলে ডিউটি অফিসার সূত্রে জানা গেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ