Inqilab Logo

বুধবার ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১, ০৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মালয়েশিয়ায় ভূমিধস ৫ বাংলাদেশী নিহত

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৩ অক্টোবর, ২০১৮, ১২:০৩ এএম

মালয়েশিয়ার পেনাংয়ে ভূমিধসে পাঁচ বাংলাদেশি কর্মী নিহত হয়েছেন। মালয়েশিয়ার রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম বারনামা এ তথ্য জানিয়েছে। গত শুক্রবার স্থানীয় সময় বেলা ২টার দিকে ভূমিধসের এ ঘটনা ঘটে। গতকাল সোমবার পঞ্চম বাংলাদেশির লাশ উদ্ধার করা হয়েছে। এ ভূমিধসে বাংলাদেশি কর্মীদের পাশাপাশি ইন্দোনেশিয়ার তিন কর্মী ও মিয়ানমারের এক নারী কর্মী নিহত হয়েছে। পেনাং থেকে সেবা ট্রাভেলসের স্বত্বাধিকারী মোঃ ইউনুস আলী জানান, পেনাংয়ে ভূমিধসে প্রবাসী বাংলাদেশী নিহত হওয়ার ঘটনায় প্রবাসীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
আহতদের মধ্যে একজন বাংলাদেশি কর্মী, দুইজন ইন্দোনেশিয়ার নারী এবং একজন কম্বোডিয়ান নারী রয়েছে বলে জানা গেছে। বারনামার প্রতিবেদনে বলা হয়, ভূমিধসের দিন সাতজন বিদেশি কর্মী নিহত হন। আহত হন চারজন। এছাড়া দুইজন নিখোঁজ ছিলেন। সোমবার চতুর্থ দিনের মতো উদ্ধারকাজ চলাকালে নিখোঁজ একজনের লাশ উদ্ধার করা হয়। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো নয় জনে।
সোমবার উদ্ধার হওয়া লাশটি ৩৩ বছর বয়সী বাংলাদেশি যুবক উজ্জ্বলের। তার সহকর্মীরা পরিচয় নিশ্চিত করেছেন। উজ্জ্বলের বাড়ি যশোরে। সরকারের বিভিন্ন বিভাগ এবং সংস্থার প্রায় ১০০ জন কর্মী উদ্ধারকাজে অংশ নিয়েছে। বারনামার প্রতিবেদনে বলা হয়, সোমবার বিকেলে নবম লাশটি উদ্ধার করা হয়। নিখোঁজ আরেক বাংলাদেশি মোহাম্মদ রাজনের লাশ উদ্ধারের চেষ্টা চলছে। ধারণা করা হচ্ছে, তিনি মাটির আরও নিচে চাপা পড়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিহত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ