Inqilab Logo

বৃহস্পতিবার ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১, ০৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিরাপদ পানির উপকরণ নিয়ে প্রদর্শনী

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ২৩ অক্টোবর, ২০১৮, ১২:০৪ এএম

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ এবং সেমস গ্লোবাল যৌথভাবে আয়োজন করছে ‘২য় ওয়াটার বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপো ২০১৮’। ওয়াটার, ওয়েস্ট, ওয়াটার টেকনোলজি ও সল্যিউশন নিয়ে আয়োজিত এই প্রদর্শনী আগামী ২৫-২৭ অক্টোবর ২০১৮ ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা, কুড়িল, ঢাকায় অনুষ্ঠিত হবে। গতকাল রোববার রাজধানীর ইকোনোমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) কনফারেন্স হলে এক সংবাদ সম্মেলনের মাধ্যমেই এই ঘোষণা দেয় সংস্থাটি। বিশ্বের ৯টি দশে বাংলাদেশ, ইন্ডিয়া, চীন, স্পেন, ইতালি, তুর্কি, ইউএসএ, শ্রীলঙ্কা ও থাইল্যান্ডের অংশ গ্রহণে আয়োজিত এই প্রদর্শনী ভোক্তা এবং উদ্যোগক্তাদের জন্য একটি যুগোপযোগী প্লাটফর্ম। যেখানে কার্যকরী যোগাযোগের মাধ্যমে উদ্যোগক্তারা নতুন নতুন প্রযুক্তি ও সেবার সাথে পরিচিত হতে পারবেন। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত বিশেষজ্ঞ ও অভিজ্ঞদের মধ্যে প্রযুক্তি সংক্রান্ত তথ্য ও অভিজ্ঞতা আদান প্রদানের মাধ্যমে একটি কার্যকরী সংযোগ স্থাপিত হতে পারে। www.e-registrations.com ওয়েবসাইটের মাধ্যমে প্রি- রেজিস্ট্রেশন অথবা ভেন্যুতে সরাসরি রেজিস্ট্রেশনের মাধ্যমে দর্শনার্থীরা প্রদর্শনীগুলো উপভোগ করতে পারবেন। প্রতিদিন সকাল ১০.৩০ টা থেকে রাত ৮ টা পর্যন্ত প্রদর্শনীগুলো সকলের জন্য উন্মুক্ত থাকবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সেমস গ্লোবালের সভাপতি মেহরুন এন ইসলাম, রুরাল ডেভলপমেন্ট একাডেমির বগুড়া বিভাগের পরিচালক ড. আব্দুর রশিদ, সেমস গ্লোবাল বাংলাদেশের নির্বাহী পরিচালক পরিচালক তানভীর কামরুল ইসলাম, ২য় ওয়াটার বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপো ২০১৮ এর কনসালটেন্ট টিম জাহিদ হোসেন, সেমস গ্লোবাল বাংলাদেশের হেড অব মার্কেটিং নঈম শরিফ প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ