Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অনন্তর দিন-দ্য ডে পরিচালনা করবেন ইরানি পরিচালক

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২২ অক্টোবর, ২০১৮, ১২:০৩ এএম

জনপ্রিয় চিত্রনায়ক, প্রযোজক, পরিচালক ও বিশিষ্ট শিল্পপতি অনন্ত জলিলের সিনেমা দিন-দ্য ডে সিনেমা পরিচালনা করবেন ইরানের বিশিষ্ট চিত্রপরিচালক মুর্তজা আতাশ জমজম। তার সাথে বাংলাদেশেরও একজন পরিচালক থাকবেন বলে জানা যায়। সম্প্রতি ইরান সফর করে অনন্ত জলিল এ তথ্য জানান। এ বিষয়ে গত ১৮ অক্টোবর ইরানে অনন্তর সাথে একটি চুক্তি সম্পাদিত হয়েছে। চুক্তি অনুষ্ঠানে ইরানি পরিচালক মুর্তজা অতাশ জমজম, ঢাকাস্থ ইরানিয়ান কালচারাল সেন্টারের সাবেক কাউন্সেলর সাইয়্যেদ হুসাইনি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের সহকারী অধ্যাপক মুমিত আল রশিদ এবং অনন্ত উপস্থিত ছিলেন। এতে মূল হিরো-হিরোইন হিসেবে থাকবেন অনন্ত ও বর্ষা। এছাড়া নতুন হিরো হিসেবে থাকবেন সুমন ফারুক। এছাড়া বাংলাদেশ ও ইরানেরও একঝাঁক জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রীও অভিনয় করবেন। লেবাননেরও কয়েকজন বিখ্যাত অভিনেতা ও অভিনেত্রীরও সিনেমাটিতে অভিনয় করার কথা রয়েছে। জানা যায়, সিনেমাটির শূটিং ডিসেম্বরের ২০-২৫ তারিখের মধ্যে শুরু হতে পারে। নভেম্বরের শেষদিকে হবে মহরত। ইরানি ও আরবীয় অ্যাকশনের সম্মিলনে নির্মিতব্য সিনেমাটি অনন্তকে অনন্য উচ্চতায় নিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন পরিচালক মুর্তজা অতাশ জমজমের উপদেষ্টা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের সহকারী অধ্যাপক মুমিত আল রশিদ। তিনি বলেন, ছবিটির মূল ভাষা বাংলা রেখে ফারসি, আরবি ও ইংরেজিতে ডাবিং করে একই সময়ে বাংলাদেশসহ ইরানের বিভিন্ন সিনেমা হল ও বিভিন্ন দেশে প্রদর্শনের ব্যবস্থা করা হবে। তিনি জানান, বাংলাদেশের পাশাপাশি গল্পের প্রয়োজনেই ‘দিন- দ্য ডে’ সিনেমার শূটিং হবে ইরান, লেবানন ও সিরিয়ায়। ইরানের বিখ্যাত নগরী ই¯পাহান, শিরাজ থেকে শুরু করে লেবাননের বৈরুতের অসাধারণ দৃশ্য যেমন দেখা যাবে, তেমনি সিরিয়ার দামেস্কের আশেপাশের বিভিন্ন শহর, আলেপ্পো, হাম্মাম নগরীর দৃশ্য দেখেও শিহরিত হবেন দর্শকরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ