Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মনোহরদীতে হেলিকপ্টারে বরযাত্রা

স্টাফ রিপোর্টার, নরসিংদী থেকে | প্রকাশের সময় : ২২ অক্টোবর, ২০১৮, ১২:০৩ এএম

গতকাল বেলা ২টায় ঢাকার শাহজালাল অভ্যন্তরীণ বিমানবন্দর থেকে বাংলাদেশ ইন্টারন্যাশনালের একটি হেলিকপ্টার যোগে বরযাত্রায় গেছেন অ্যাড. কাজী শরীফুল ইসলাম। কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ চকবাজার এলাকার বিশিষ্ট ব্যবসায়ী মো. সজল মিয়ার কন্যা চাঁদনী আক্তারের সাথে কাজী শরীফুল ইসলাম বিয়ে বন্ধনে আবদ্ধ হন। মনোহরদী ডিগ্রি কলেজের সাবেক উপাধ্যক্ষ মরহুম কাজী নজরুল ইসলাম ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা মরহুম কাজী শেলিনা বেগমের ছেলে কাজী শরীফুল ইসলাম ঢাকাস্থ বাংলাদেশ ট্রেডিং করপোরেশনের লিগ্যাল অ্যাডভাইজারের দায়িত্ব পালন করছেন। তিনি একাধারে বাংলাদেশ স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির স্টুডেন্ট কাউন্সিলেরও লিগ্যাল অ্যাডভাইজার। তিনি ঢাকা জজকোর্টের তালিকাভুক্ত আইনজীবী। এ ছাড়াও তিনি ভয়েস বিডি নামে একটি অনলাইন পত্রিকায় সম্পাদকের দায়িত্ব পালন করছেন। সূত্রে জানা যায়, নরসিংদী জেলার মনোহরদী উপজেলার এটিই হেলিকপ্টার যোগে প্রথম বরযাত্রা। এর আগে মনোহরদী উপজেলার কেউ হেলিকপ্টারযোগে বরযাত্রায় গেছেন এমন তথ্য পাওয়া যায়নি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ