Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৮৫ বছর বয়সেও তিনি দৈনিক পত্রিকা পড়েন চশমা ছাড়া

বিশেষ সংবাদদাতা, কক্সবাজার | প্রকাশের সময় : ২১ অক্টোবর, ২০১৮, ৪:৩৮ পিএম

৮৫ বছর বয়সেও চশমা ছাড়া দৈনিক পত্রিকা পড়েন ইনকিলাবের এই পাঠক। দৈনিক ইনকিলাবের জন্মলগ্ন থেকেই ইনকিলাবের পাঠক তিনি। দেশ, জাতি ও ইসলামের পক্ষে আপোষহীন ভূমিকার জন্য দৈনিক ইনকিলাব পড়েন এবং ইনকিলাবকে ভালবাসেন তিনি।

তিনি হলেন, কক্সবাজার হাশেমিয়া কামিল মাদরাসার সাবেক মুহাদ্দিস, ঝিলংজা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা আব্দুল গফুর।
এই প্রতিবেদকের সাথে আলাপকালে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করলেন দৈনিক ইনকিলাবের প্রতিষ্ঠাতা ও জামিয়াতুল মোদার্রেছীনের সাবেক সভাপতি, প্রখ্যাত আলেমে দ্বীন, মরহুম মাওলানা এম এ মান্নান এর অবদানের কথা।

তিনি বলেন, ইনকিলাব আর জামিয়াতুল মোদার্রেছীন এর ভূমিকার কারণে আওয়ামী লীগ সরকারও মাদরাসা শিক্ষার উন্নয়নে এগিয়ে এসেছে। এটা অনেক বড় কথা কিন্তু।

তিনি বলেন, আজ মাদরাসা শিক্ষা ব্যবস্থার উন্নয়ন হয়েছে। মান বেড়েছে, শিক্ষক শিক্ষার্থীদের। এটি নি:সন্দেহে ইনকিলাব ও জমিয়াতুল মোদার্রেছীনের অবদান
বলতে হয়।

এই প্রবীণ আলেমে দ্বীন হাশেমিয়া কামিল মাদরাসা ও ছুরতিয়া আলিম মাদরাসায় ৫০ বছর শিক্ষকতা করেছেন।
শহরের পার্শ্ববর্তী ঝিলংজা ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন তিনি।

তিনি জানান, ইনকিলাবের জন্মলগ্ন থেকে তিনি ইনকিলাব পড়ে আসছেন। ইনকিলাব না পড়লে পত্রিকা পড়ার তৃপ্তি যেন মিটেনা।
তিনি ইনকিলাবের নিষ্কন্টক অগ্রযাত্রা কামনা করেন।



 

Show all comments
  • MD.ABDULLAH AL-MABUD ২১ অক্টোবর, ২০১৮, ৮:০৯ পিএম says : 0
    ইনকিলাব পত্রিকা পড়তে আমারও খুব ভালো লাগে।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ