Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অনেক জায়গা ভুলে যেতে পারি মঞ্চ কিছুতেই ভুলতে পারব না-আলী যাকের

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১৮ অক্টোবর, ২০১৮, ১২:০৩ এএম

গত ১৪ অক্টোবর সন্ধ্যায় গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসবে মঞ্চস্থ হয় নাগরিক নাট্য সম্প্রদায় প্রযোজিত গ্যালিলিও নাটকটি। নব্বই দশকের সাড়া জাগানো নাটক গ্যালিলিও প্রায় ২০ বছর পর আবারও নিয়মিত মঞ্চায়ন শুরু হয়েছে। গ্যালিলিও নাটকটি নিয়ে দর্শকের ব্যাপক আগ্রহ পরিলক্ষিত হয়। আগ্রহের মূল কারণ ছিল দুই বরেণ্য অভিনেতা আলী যাকের ও আসাদুজ্জামান নূরকে একসঙ্গে মঞ্চে অভিনয় করতে দেখা। নাটকের প্রদর্শনী শেষে আলী যাকের বলেন, আমার বয়স হয়েছে। আর কোনোদিন মঞ্চে ফিরতে পাবো কিনা সন্দিহান ছিলাম। আপনাদের শুভাশিস এবং আমার বন্ধুদের সহায়তায় আবারও মঞ্চে এসে দাঁড়াতে পেরেছি। আমি আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ, প্রকৃতির কাছে কৃতজ্ঞ এবং আমার সহযাত্রীদের প্রতি কৃতজ্ঞ। তিনি বলেন, আমি অভিবাদন জানাতে চাই, আমাদের দর্শকদের। তাদের জন্যই বারবার ঘুরেফিরে এখানে আসি। এই জায়গাটি আমাদের কাছে শুধু পবিত্র নয়, একান্ত ভালোবাসার জায়গা। অনেক জায়গা ভুলে যেতে পারি। কিন্তু এই ক্ষেত্রটি কিছুতেই ভুলতে পারব না। এখানে এলে প্রতিবার পুনঃজন্ম হয়। বার্টল ব্রেখটের দ্য লাইফ অব গ্যালিলিও গ্যালিলি অবলম্বনে নাটকটির অনুবাদ ও নাট্যরূপ দিয়েছেন অধ্যাপক আবদুস সেলিম এবং নির্দেশনা দিয়েছেন পান্থ শাহরিয়ার। আলী যাকের ছাড়াও নাটকটির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন আসাদুজ্জামান নূর, পান্থ শাহরিয়ার, রুহে তামান্না লাবণ্য, শফি আলম বাবলু, অভি বিশ্বাস, মাহফুজ রিজভী, আবদুর রশীদ, কামরুজ্জামান পিন্টু। নাটকটির মঞ্চ পরিকল্পনা করেছেন অপি করিম এবং প্রযোজনা অধিকর্তা হিসেবে রয়েছেন সারা যাকের। নাগরিক নাট্য সম্প্রদায় সূত্রে জানা গেছে, এখন থেকে নিয়মিতভাবেই নাটকটি মঞ্চস্থ করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নাটক


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ