Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

গার্মেন্টস খাতে দুর্ঘটনার ক্ষতিপূরণের বড় অংশ ক্রেতাদের কাছ থেকে আদায় করা উচিত

প্রকাশের সময় : ২৮ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

কর্পোরেট রিপোর্টার : গার্মেন্টস পণ্যের পুরো সাপ্লাাই চেইনে সবচেয়ে বেশি মুনাফা করে বিদেশী ক্রেতারা। টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের এক সেমিনারে জানানো হয়, পুরো সাপ্লাই চেইনে মুনাফার ৭২ শতাংশ যায় তাদের পকেটে। এ জন্য গার্মেন্টস খাতে দুর্ঘটনার ক্ষতিপূরণের ক্ষেত্রে বড় অংশ তাদের কাছ থেকে আদায় করা উচিত। সেই সঙ্গে এতে সরকারের অংশ থাকারও দাবি করেন তারা। সম্প্রতি ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত ওই সেমিনারে বিভিন্ন গার্মেন্টস শ্রমিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক তপন সাহার সঞ্চালনায় সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনের সভাপতি আবুল হোসেন। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন শ্রমিক নেতা এডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল, তৌহিদুর রহমান, বাহারানে সুলতান বাহার, এশিয়ান মনিটরিং রিসোর্স সেন্টারের (এএমআরসি) নির্বাহী পরিচালক সঞ্জিব প-িত এবং ওমেনা জজ প্রমুখ। বক্তারা বলেন, একটি গার্মেন্টস পণ্য ভোক্তার হাতে যাওয়া পর্যন্ত পুরো সাপ্লাাই চেইনে বেশ কয়েকটি পক্ষ মুনাফার অংশীদার হয়। তুলা উৎপাদন হয় এক দেশে। ওই তুলা থেকে সুতা কিংবা ফেব্রিক। ফেব্রিক থেকে পোশাক তৈরির পর ক্রেতাদের কাছে পাঠানো হয়। কিন্তু যখন কোন কারখানায় দুর্ঘটনা ঘটে তখন কেবলমাত্র ওই কারখানা মালিকের উপর সব ধরনের দায় দেয়ার চেষ্টা করা হয়। কিন্তু মুনাফায় তাদের চাইতে বেশি অংশ থাকে ক্রেতাদের। অথচ সরকার এসব ঘটনায় দায় এড়াতে পারে না। এ জন্য যে কোন ক্ষতিপূরণে ক্রেতা ও সরকারকে অংশীদার হওয়ার দাবি জানান তারা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গার্মেন্টস খাতে দুর্ঘটনার ক্ষতিপূরণের বড় অংশ ক্রেতাদের কাছ থেকে আদায় করা উচিত
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ