পুনরায় যমুনা ব্যাংকের এমডি হলেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ
যমুনা ব্যাংক লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে আরও ৫ বছরের জন্য পুনরায় নিয়োগ পেয়েছেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ। বাংলাদেশ ব্যাংক তাকে পুনঃনিয়োগের অনুমোদন দিয়েছে।
মেরিনারদের কল্যাণে প্রতিষ্ঠিত বাংলাদেশ মেরিনার্স সোসাইটির নিজস্ব ভবন মেরিনার্স টাওয়ারের ভিত্তি প্রস্তর গত রোববার বারিধারা জে ব্লকে স্থাপন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নৌপরিবহন মন্ত্রী শাজহান খান এবং বিশেষ অতিথি ছিলেন নৌপরিবহন সচিব আব্দুস সামাদ ও পররাষ্ট্র সচিব রিয়ার এডমিরাল (অব:) খুরশিদ আলম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নৌপরিবহন অধিদপ্তরের বর্তমান ও প্রাক্তন মহাপরিচালকবৃন্দ, সিনিয়র মেরিনারবৃন্দ, উচ্চপদস্ত সামরিক, বেসামরিক, সরকারি ও বেসরকারি কর্মকর্তাবৃন্দসহ প্রায় দুই সহস্রাধিক অতিথি। নির্মিতব্য ভবনে থাকবে পাঠাগার, কনফারেন্স হল, মিটিংরুম, ট্রেনিংরুম, অফিসরুম, ব্যায়ামগার, সুইমিং পুল, বিনোদন সেন্টার, শপিং সেন্টার, রেস্ট হাউজ, রেস্টুরেন্ট, স্টুডিও-এপার্টমেন্ট, মেরিটাইম মিউজিয়াম, একুরিয়াম, হেলথ সেন্টার, হেলপ সেন্টার, উপাসনালয় ও কার পার্কিং। অনুষ্ঠানে বাংলাদেশ মেরিনার্স সোসাইটির প্রেসিডেন্ট মেরিনারদের কল্যাণে সরকারের সহযোগিতা কামনা করেন। প্রেস বিজ্ঞপ্তি
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।