Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্নাতকে ভর্তি আবেদন আজ শেষ

বাকৃবি সংবাদদাতা | প্রকাশের সময় : ১৫ অক্টোবর, ২০১৮, ১২:০২ এএম

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার জন্য অনলাইনে আবেদনের সময় শেষ হচ্ছে আজ ১৫ অক্টোবর সোমবার রাত ১২টায়।
এ বছর ২০১৫ অথবা ২০১৬ সালে বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি/সমমান এবং ২০১৭ অথবা ২০১৮ সালের বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় ঐচ্ছিক বিষয় বাদে সমষ্টিগতভাবে ন্যূনতম জিপিএ ৯ প্রাপ্ত শিক্ষার্থীরাই অনলাইন অথবা এসএমএসের মাধ্যমে আবেদন করতে পারবেন। তবে আবেদনকারী সকল শিক্ষার্থীই পরিক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন না। ৬ টি অনুষদে মোট ১২৩০ সিটের বিপরীতে ১২,৩০০ শিক্ষার্থীকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেয়া হবে। ১৯ অক্টোবর (শুক্রবার) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ভর্তি পরীক্ষার জন্য যোগ্য প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে। এ ছাড়াও ভর্তি পরীক্ষা ও আবেদন সম্পর্কিত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (http://admission.bau.edu.bd) পাওয়া যাবে।
উল্লেখ্য, এ বছর দেশে প্রথমবারের মতো বাকৃবিতে ফুড সেফটি ম্যানেজমেন্ট নামে নতুন একটি ডিগ্রি চালু হচ্ছে। কৃষি অনুষদের অধীনে ওই কোর্সে ৩০ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভর্তি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ