Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাবি শিক্ষক হত্যার প্রতিবাদে শাবিতে মানববন্ধন

প্রকাশের সময় : ২৭ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

শাবি সংবাদদাতা : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. রেজাউল করিম সিদ্দিকী হত্যার প্রতিবাদে ক্যাম্পাসে মানববন্ধন, মৌন মিছিল ও সমাবেশ করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ। বুধবার দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে আয়োজিত মানববন্ধনে বিভাগের প্রায় দুই শতাধিক শিক্ষক ও শিক্ষার্থী অংশ নেয়। মানববন্ধন শেষে মৌন মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এসে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সংক্ষিপ্ত সমাবেশে ইংরেজি বিভাগের প্রধান ড. আতিউল্লাহ’র সভাপতিত্বে এবং শিক্ষার্থী ইব্রাহিম খলিলুল্লাহের পরিচালনায় বক্তব্য রাখেন বিভাগের শিক্ষক ড. হিমাদ্রি শেখর রায়, ড. হোসাইন আল মামুন, শাহনাজ মাহমুদ ও শিক্ষার্থী রেজাউল করিম প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, একে একে একটি বিশ্ববিদ্যালয়ের চারজন শিক্ষক নির্মম হত্যাকাণ্ডের শিকার হলেন। কিন্তু নিহতের পরিবারগুলো আজও বিচার পায়নি। এভাবে একের পর এক হত্যাকাণ্ডের বিচারহীনতা জাতির জন্য অশনি সংকেত। প্রতিটি হত্যাকাণ্ডের পরই ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা করা হয়। আর এতে প্রকৃত অপরাধীরা পার পেয়ে যায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ