Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কেশবপুর নির্বাচনী সংঘর্ষে স্বতন্ত্র প্রার্থী আহত

প্রকাশের সময় : ২৭ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

কেশবপুর উপজেলা সংবাদদাতা : কেশবপুর উপজেলার ১১টি ইউপি নির্বাচনের তারিখ ঘোষণার সাথে সাথে উপজেলার রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। আ.লীগের নৌকা প্রতীক পাওয়া চেয়ারম্যান প্রার্থীদের সমর্থক এবং মনোনয়ন বঞ্চিত প্রার্থীদের সাথে ছোট-খাটো বিষয় নিয়ে মারামারি সংঘর্ষের ঘটনা ঘটছে। আজ বুধবার সকালে সদর ইউনিয়নের ২৩মাইল বাজারে আওয়ামী লীগ নেতা স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আফসার উদ্দিন গাজি (৬৮) গনসংযোগে গেলে নৌকা প্রতিকে চেয়ারম্যান প্রার্থী সাহদৎ হোসেন ও তার ভাই জামাল, কবিরের নেতৃত্বে হামলা চালিয়ে গুরুতর আহত করে। এসময় স্থানীয় লোকজন অফছার উদ্দিন গাজিকে উদ্ধার করে কেশবপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম এ প্রতিনিধিকে জানান, স্বতন্ত্র প্রার্থীর উপর হামলার অভিযোগ পেয়েছি মামলার প্রস্তুতি চলছে।আমরা জেনেছি হামলা কারি চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে ১৮টি মামলা রয়েছে। উপজেলার ২, ৬, ৫, ৯ ও ১১নম্বর ইউনিয়ন গোলযোগ পূর্ণ হিসাবে বিবেচিত হয়েছে। আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে যা প্রয়োজন সবই করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ