বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নোয়াখালী ব্যুরো : হাতিয়া উপজেলার চরকিং ইউনিয়নে নির্বাচনের জের ধরে সন্ত্রাসীদের হামলায় গুলিবিদ্ধ আবু তাহের (৬৮) গতকাল মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর একটি হাসপাতালে মারা গেছে। নিহতের বুকে ও শরীরে ১৭টি স্থানে গুলিবিদ্ধ হন। ঘটনায় নিহত আবু তাহেরের ৪ পুত্র ও ২ নাতিসহ ৮জন গুলিবিদ্ধ হয়। এদের মধ্যে চোখে গুলিবিদ্ধ পুত্র মহি (৩০) মো. ফারুক, রাসেল, নাতি শামীম ও ফারাবি (৬) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। চরকিং ইউনিয়ন আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী মহি উদ্দিন মহি জানায়, চেয়ারম্যান মহি উদ্দিন আহমদের ইন্ধনে গত ১৭ এপ্রিল দুপুর ২টার দিকে মহি উদ্দিন মেম্বার, মনির মেম্বার ও একরাম মেম্বারের নেতৃত্বে শতাধিক সন্ত্রাসী বৃদ্ধ আবু তাহেরের বাড়ীতে অতর্কিতে হামলা চালিয়ে লোকজনকে গুলিবিদ্ধ করে। এসময় সন্ত্রাসীরা ঘরের মালামাল ভাঙচুর, অগ্নিসংযোগ করে একটি পাওয়ার টিলা নিয়ে যায়। এব্যাপারে হাতিয়া থানায় মামলা দায়ের করা হলেও ওসি’র ভূমিকার কারণে সন্ত্রাসীরা এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। তিনি এ ঘটনার নিন্দা জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।