বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কুমিল্লা থেকে স্টাফ রিপোর্টার : জেলার দেবীদ্বারে অজ্ঞাতনামা এক ব্যক্তির (৩৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। সকালে স্থানীয় লোকজন একটি লাশ পড়ে থাকতে দেখে।বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের কোটনা গ্রামের একটি ধানের জমি থেকে লাশটি উদ্ধার করা হয়।দেবীদ্বার থানার এসআই সোহেল জানান, মরদেহে পচন ধরায় স্থানীয়রা এখনো এর পরিচয় সনাক্ত করতে পারছে না, তবে উদ্ধারকৃত মরদেহটি ঐ এলাকার কোন ব্যক্তির নয় এটা নিশ্চিত। ধারণা করা হচ্ছে অন্য কোন এলাকা থেকে ঐ ব্যক্তিকে এই স্থানে এনে হত্যা করা হতে পারে।স্থানীয় ইউপি চেয়ারম্যান খন্দকার এম.এ ছালাম জানান, ঘটনাস্থলের আশপাশের এলাকায় কোন ব্যক্তি নিখোঁজ নেই। তাই ধারণা করা হচ্ছে, নিহত ব্যক্তির বাড়ি অন্য কোন এলাকায় হতে পারে।এদিকে মরদেহের সুরতহালসহ অন্যান্য আইনগত প্রক্রিয়া শেষে দুপুরের মধ্যে ময়নাতদন্তের জন্য কুমেক হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে বলে পুলিশ জানিয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।