Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আশুলিয়ায় পৃথক স্থানে এক নারীসহ তিন লাশ

প্রকাশের সময় : ২৭ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

গাজীপুরে জেলা সংবাদদাতা : আশুলিয়ায় পৃথক তিনটি স্থান থেকে এক নারীসহ তিন জনের লাশ উদ্ধার করেছে পুলিশ।আজ বুধবার সকালে ঢাকা আরিচা মহাসড়কের আশুলিয়ার বিশমাইল-জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাশে ও পল্লী বিদ্যুৎ এলাকা থেকে তাদের লাশ উদ্ধার করে আশুলিয়া থানা পুলিশ।পুলিশ জানায়, সকালে ঢাকা আরিচা মহাসড়কের বিশমাইল ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাশে অজ্ঞাত দুই ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা।
অন্যদিকে পল্লী বিদ্যুৎ কবর স্থান রোডে একটি বাড়ি থেকে এক নারীর লাশ উদ্ধার করে পুলিশ । পরে পুলিশ ঘটনা স্থলে পৌঁছে তাদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। লাশ তিনটির গায়ে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ