Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ক্ষুব্ধ সংসদীয় কমিটি : দ্রুত বাস্তবায়নের তাগিদ

মন্ত্রিসভার সিদ্ধান্ত মানছে না সরকারি দপ্তরগুলো

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১২ অক্টোবর, ২০১৮, ১২:০৩ এএম

মন্ত্রিসভার সিদ্ধান্ত মানছে না বিভিন্ন মন্ত্রণালয় নিয়ন্ত্রণাধীন সরকারি দপ্তর ও প্রতিষ্ঠানগুলো। যেকারণে সরকারি পাট কলগুলো সচল রাখতে সরকারের গৃহীত পরিকল্পনা বাস্তবায়ন করা যাচ্ছে না।
গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এতথ্য উপস্থাপন করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। আলোচনাকালে কমিটি এনিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করে সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নে অতিদ্রæত পদক্ষেপ গ্রহণ করতে তাগিদ দেয়া হয়। কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরীর সভাপতিতে বৈঠকে উপস্থিত ছিলেন, কমিটির সদস্য বস্ত্র ও পাট মন্ত্রী মুহাম্মদ ইমাজ উদ্দিন প্রমানিক, ফাহমী গোলন্দাজ বাবেল ও সাবিনা আক্তার তুহিন। এছাড়া বস্ত্র ও পাট মন্ত্রনালয়ের সচিবসহ উর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেনভ কমিটি সূত্র জানাগেছে, বৈঠকে বিজিএমসি, পাট অধিদপ্তর, বস্ত্র অধিদপ্তরের বর্তমান অবস্থা সম্পর্কে আলোচনা করা হয়। এসময় মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, বর্তমানে বিজেএমসি’র সর্বমোট মিলের সংখ্যা ৩২টি। এর মধ্যে চালু জুটমিল ২২টি, চালু ননজুটমিল আছে ৩টি এবং মামলাজনিত কারনে একটি মিল বন্ধ আছে। ২০১৮-১৯ অর্থবছরের ৩১ আগস্ট পর্যন্ত বিজেএমসির উৎপাদন লক্ষ্যমাত্রা ছিল ২৬ হাজার ৭২৯ মেঃটন, বিপরীতে উৎপাদন হয়েছে ১৬ হাজার ২২০ মেঃটন। আলোচনা চলাকালে বিজিএমসির নিয়ন্ত্রণাধীন সরকারি পাটগুলো সচল রাখতে সরকারের গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নের বর্তমান অবস্থা সম্পর্কে জানতে চায় কমিটি। এর জবাবে মন্ত্রণালয় থেকে জানানো হয়,কেবিনেট কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বিজেএমসির কাছ থেকে সরকারি বিভিন্ন সংস্থা তাদের প্রয়োজনীয় পাটের ব্যাগের ৫০ শতাংশ নেয়ার কথা থাকলেও তারা তা মানছেন না বিধায় উক্ত সিদ্ধান্ত শতভাগ বাস্তবায়ন করা যাচ্ছে না। বৈঠকে কমিটির সদস্যরা সরকারের সিদ্ধান্ত যারা মানছে না তাদের বিরুদ্ধে পদক্ষেপ না নেয়ায় ক্ষোভ প্রকাশ করেন। তারা পাট কলগুলো বাঁচাতে এই সিদ্ধান্ত বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহন করার সুপারিশ করেন। একইসাথে পাটকলগুলোকে সচল রাখার জন্য সঠিক সময়ে পাট ক্রয়ের জন্য প্রয়োজনীয় অর্থ প্রদান করতে মন্ত্রনালয়কে উদ্যোগী হওয়ারও সুপারিশ করেন তারা।
বৈঠকে সংসদীয় কমিটির সুপারিশ বাস্তবায়ন নিয়ে জানতে চাওয়া হয়। এসময় জানানো হয়, দশম জাতীয় সংসদের বস্ত্র ও পাট মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম থেকে ৩২তম সভায় সর্বমোট ৫৭টি সুপারিশ করা হয়েছিল। যার মধ্যে ৫১টি সুপারিশ সম্পূর্ণ বাস্তবায়িত হয়েছে এবং ৬টি সুপারিশ বাস্তবায়নাধীন রয়েছে।
বৈঠকে জেডিপিসি’র কার্যক্রম নিয়েও আলোচনা হয়। একটি গুরুত্বপূর্ণ সংস্থা হিসেবে জেডিপিসির কার্যক্রমে গতিশীলতা আনয়নের লক্ষ্যে সংস্থাটির জন্য একটি স্থায়ী কাঠামো গঠনে প্রয়োজনীয় আইন প্রনয়ন কার্যক্রম ত্বরান্বিত করার সুপারিশ করেছে কমিটি। এছাড়া সোনালী ব্যাগ প্রকল্পটি একটি টাস্কফোর্সের আকারে গঠন প্রক্রিয়া সম্পন্ন করে আগামী কয়েক মাসের মধ্যে প্রকল্পের কাজ সমাপ্ত করার পরামর্শ দেয়া হয়।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মন্ত্রিসভা

১২ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ