Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মুক্ত হাওয়ায়...

সিলেট ব্যুরো : | প্রকাশের সময় : ১১ অক্টোবর, ২০১৮, ১২:০২ এএম

সিলেট নগরীর জিন্দাবাজার ও চৌহাট্টা এলাকায় দুই পাখি বিক্রেতার কাছ থেকে ৭টি পাখি উদ্ধার করা হয়েছে। গত মঙ্গলবার পৃথক অভিযানে বন বিভাগের কর্মকর্তারা দু’জন পাখি বিক্রেতার কাছ থেকে পাখি উদ্ধার করেন। পরে পাখিগুলোকে টিলাগড়স্থ ইকোপার্ক ও সিভিল সার্জন অফিসের টিলায় অবমুক্ত করে দেয়া হয়। এর আগে জিন্দাবাজারের রাজা ম্যানশনে পরিবেশকর্মী ও সাংবাদিক দ্বোহা চৌধুরী পাখি বিক্রেতাকে পাখি বিক্রি করতে দেখেন। বিষয়টি তিনি বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিলেট কমিটির সাধারণ সম্পাদক আব্দুল করিম কিমকে অবগত করেন। বন বিভাগের একটি দল ঘটনাস্থলে আসে। ২টি লেজকাটা টিয়া ও ২টি চন্দনা উদ্ধার করা হয়। টিয়া ও চন্দনারা যখন মুক্ত হাওয়ায় ঠিক তখনই আবার খবর আসে চৌহাট্টায় আরেক পাখি বিক্রেতার। পরে টিলাগড় থেকে বন কর্মকর্তাদের নিয়ে আব্দুল করিম কিম সিভিল সার্জন কার্যালয়ের সামনে এসে তিনটি চন্দনা বিক্রেতার কাছ থেকে উদ্ধার করেন। পাখিগুলো নিয়ে সিভিল সার্জনের টিলায় অবমুক্ত করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাখি

১৫ ফেব্রুয়ারি, ২০২২
১০ জানুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ