পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
শ্রীলঙ্কার উন্নয়ন কৌশল ও আন্তর্জাতিক বাণিজ্য বিষয়কমন্ত্রী মালিক সামারাবিক্রমা দুই দিনের সফরে আগামীকাল বৃহস্পতিবার ঢাকায় আসছেন। তার সঙ্গে দেশটির শীর্ষ ব্যবসায়ীদের একটি প্রতিনিধি দলও ঢাকায় আসছে।
বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, দুই দিনের এ সফরে দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়ানো নিয়ে আলোচনা হবে। বিশেষ করে বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের সঙ্গে দু’দেশের মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা হবে। দু’দেশের উপকুলীয় জাহাজ চলাচল নিয়ে একটি চুক্তি হওয়ার কথাও রয়েছে। পাশাপাশি বাংলাদেশ ও শ্রীলঙ্কার বস্ত্র খাত নিয়ে আলাদা বৈঠক হবে।
এ ছাড়া বিজিএমইএর সঙ্গে আলাদা বৈঠক করবে শ্রীলঙ্কার প্রতিনিধি দল। দু’ দেশের বস্ত্র খাতের ব্যবসায়ীদের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হওয়ার কথাও রয়েছে।
বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (এফটিএ) শফিকুল ইসলাম জানান, বাংলাদেশ-শ্রীলঙ্কার এফটিএ কার্যক্রম বেশ এগিয়েছে। ইতোমধ্যে দু’দেশের সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে গঠিত জয়েন্ট ওয়ার্কিং কমিটি বেশ কয়েকটি বৈঠক করেছে। অনলাইনেও বৈঠক হয়েছে। এফটিএর খসড়া প্রায় চূড়ান্ত। চলতি মাসেই এ খসড়া দু’দেশের সরকারের কাছে উপস্থাপন করা হবে। সরকার অনুমোদন দিলে দ্রুত চুক্তি সই হবে।#
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।