ইসলামী ঐক্যজোটের সিনিয়র যুগ্ম-মহাসচিব মুক্তিযোদ্ধা মাওলানা শওকত আমীন বলেছেন, “আদালতের পরোয়ানা ছাড়াই পুলিশের সন্দেহবশত গ্রেফতারের ক্ষমতাসম্পন্ন ‘ডিজিটাল নিরাপত্তা আইন’ বাক স্বাধীনতাকে রুদ্ধ করে একটা বিষাক্ত পরিবেশের সৃষ্টি করবে। এটা সাংবাদিকসহ সকল নাগরিকের সত্যকথা বলার অধিকারকে বাধাগ্রস্ত করবে”। তিনি অবিলম্বে উক্ত কালো আইন বাতিলের দাবী জানিয়েছেন। আজ আল্লামা মোসলেহ উদ্দিন (রহঃ) মিলনায়তনে “ডিজিটালের ছদ্মবেশে স্বৈরশাসন কায়েম” শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ইসলামী ছাত্র সমাজের সভাপতি হাফিজ হাবীবুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান বক্তা ছিলেন ঐক্যজোটের ঢাকা মহানগর সভাপতি মাওলানা ইলিয়াছ আতহারী। বক্তব্য রাখেন, ছাত্রসমাজ নেতা আরিফ মাহমুদ, বেলাল হোসাইন, রাসেল হোসাইন, মোঃ বরকত উল্লাহ্, আবু সুফিয়ান, মোশাররফ হোসাইন প্রমূখ।