পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
জাতীয় ঐক্য প্রক্রিয়ার আহবায়ক গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, মুক্তিযুদ্ধের সময়ে জনগণের যে ঐক্য গড়ে উঠেছিল সেই জাতীয় ঐক্য এবার গড়ে তুলবো। বঙ্গবন্ধুর বাংলাদেশে, শহীদদের রক্তের বিনিময়ে পাওয়া বাংলাদেশে গণতন্ত্র বাস্তবায়ন করবো। দেশের মালিক জনগণকে তাদের ভোটের অধিকার ফিরিয়ে দেব। গতকাল জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে বাংলাদেশ গণ সাংস্কৃতিক দলের (বাগসদ) উদ্যোগে আয়োজিত নাগরিক সভায় তিনি এ কথা বলেন।
ড. কামাল বলেন, সংবিধানে বলা আছে দেশের মালিক জনগণ। সেই জনগণের যদি মালিকানা না থাকে তাহলে অন্যায় অবিচার, লুটপাট লাগামহীনভাবে হবে। বর্তমানে দেশে হাজার হাজার কোটি টাকা লুটপাট হচ্ছে এবং তা বিদেশে পাচার হচ্ছে। এথেকে মুক্ত হতে জনগণকে জাগতে হবে। জনগণ ঐক্যবদ্ধ হলে সব অন্যায় ভেসে যাবে।
তিনি বলেন, আমাদের সবচেয়ে দুর্ভাগ্য হচ্ছে আমরা ইতিহাস বিকৃতি করি এবং আমরা ইতিহাস বিকৃতি করাকে খুব বাহাদুরি মনে করি। আমাদের এই ইতিহাসকে নিয়ে সারাজাতি গর্ব করে, সেই ইতিহাস বিকৃত করা কোনও ভালো কাজ না। যারাই করেন দশ বার চিন্তা ভাবনা করে করবেন। যারা এ বাংলা ভাষার জন্য, দেশ স্বাধীন করার জন্য, দেশ গড়ার জন্য জীবন বাজি রেখেছেন, তাদের ইতিহাস বিকৃতি করা কোনও ভালো কাজ না, এটা কোনও ভালো মানুষের কাজ না।
আয়োজক সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সরদার শাহ আল মামুনের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন ডাকসুর সাবেক ভিপি বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, ভাষা সৈনিক আব্দুল জলিল, ভাষা সৈনিক মতিনের স্ত্রী বুলবুতুন নেছা প্রমুখ। ##
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।