Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২ এইচএসসি পরীক্ষার্থী নিহত

প্রকাশের সময় : ২৬ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

নারায়ণগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার : নারায়ণগঞ্জ শহরের মাসদাইর এলাকায় কাভার্ড ভ্যান চাপায় মোটরসাইকেল আরোহী ২ কলেজছাত্র নিহত হয়েছে। নিহতরা হলো আরাফাত ও সিয়াম। এরা ২ জনই চলমান এইচএসসি পরীক্ষার্থী।
পুলিশ জানায়, আজ মঙ্গলবার দুপুরে দুই বন্ধু মোটরসাইকেলে চড়ে বাসা থেকে বের হয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে যাওয়ার সময় মাসদাইর এলাকায় এলে সিমেন্টবাহী একটি কাভার্ড ভ্যান তাদের চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই আরাফাতের মৃত্যু হয়। পরে আশপাশের লোকজন এসে আশঙ্কাজনক অবস্থায় সিয়ামকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু হয়।
নিহত আরাফাত নারায়ণগঞ্জ কলেজ ও সিফাত সরকারি তোলারাম বিশ্ববিদ্যালয় কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করছে। এরা দুজনই ফতুল্লা থানার পঞ্চবটি এলাকার বাসিন্দা। দুর্ঘটনার পর পুলিশ কাভার্ড ভ্যানটিকে আটক করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ