Inqilab Logo

শনিবার, ২২ জুন ২০২৪, ০৮ আষাঢ় ১৪৩১, ১৫ যিলহজ ১৪৪৫ হিজরী

ঝালকাঠিতে হত্যা মামলায় ৩ ভাইয়ের যাবজ্জীবন

প্রকাশের সময় : ২৬ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

ঝালকাঠি জেলা সংবাদদাতা : ঝালকাঠি সদর উপজেলার নবগ্রামের আব্দুস সালাম হত্যা মামলায় ৩ ভাইয়ের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। এ সময় ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো এক বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার দুপুরে অভিযুক্ত ৬ আসামির উপস্থিতিতে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. শফিকুল করীম এ আদেশ দেন।
দণ্ড প্রাপ্তরা হলেন- আলমগীর হাওলাদার (৩৮), কামাল হাওলাদার (৩৫) মিরন ওরফে বুলু (৩২)।
আদালত সাক্ষ্য গ্রহণ ও পর্যালোচনা শেষে তিন ভাইকে দণ্ড এবং পর্যাপ্ত প্রমাণ না থাকায় বাবা ও অপর দুই ভাইকে বেকসুর খালাস দেন।
বাদীপক্ষে মামলা পরিচালনা করেন পিপি অ্যাডভোকেট আব্দুল মন্নান রসুল ও আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট আ. রশিদ সিকদার।
লেবুচুরির ঘটনাকে কেন্দ্র করে ২০০৯ সালের ১৬ জুন নবগ্রামের আব্দুস সালাম খানকে হত্যা করে প্রতিপক্ষরা।
এ ঘটনায় নিহতের স্ত্রী লাবনী আক্তার বাদী হয়ে জেলা ও দায়রা জজ আদালতে ওই গ্রামের গনি হাওলাদার এবং তার ৫ ছেলে আলমগীর, কামাল, মিরন ওরফে বুলু, জলিল ও মিলনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ ৭ বছর পর আদালত এ রায় ঘোষণা করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ