বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রাম ব্যুরো : বণ্ড সুবিধায় আনা কাঁচামালে তৈরি দুই কাভার্ড ভ্যান বৈদ্যুতিক পাখা আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের কর্মকর্তারা। সোমবার রাত ২টায় সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট এলাকা থেকে এসব পণ্য আটক করা হয়। নিয়ম অনুযায়ী বন্ড সুবিধায় আনা কাঁচামালে তৈরি পণ্য রফতানি করার কথা থাকলেও গোল্ডেন সান লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান এসব ফ্যান খোলা বাজারে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। এসব ফ্যানের বর্তমান বাজার মূল্য ২ কোটি টাকা বলে জানিয়েছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের সহকারী পরিচালক উত্তম বিশ্বাস। তিনি বলেন, রফতানিযোগ্য পণ্য দেশিয় বাজারে বিক্রি করা হবে এমন সংবাদের ভিত্তিতে সোমবার মধ্যরাতে ফৌজদারহাট এলাকায় শুল্ক গোয়েন্দার একটি দল অবস্থান নেয়। রাত ২টায় কাভার্ড ভ্যান দুটি আটক করা হয়। ফ্যানগুলো ফরিদপুর নিয়ে যাওয়া হচ্ছিল জানিয়ে তিনি বলেন, আমদানিকারকের বিরুদ্ধে কাস্টমস আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এর আগেও এধরনের আরও কয়েকটি চালান আটক করে শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।