Inqilab Logo

শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

প্রস্তুত হুইল চেয়ার

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৬ অক্টোবর, ২০১৮, ৩:৪৪ পিএম | আপডেট : ৩:৫৯ পিএম, ৬ অক্টোবর, ২০১৮

বিএনপি চেয়ারপারসন কারাবন্দি খালেদা জিয়াকে আদালতের নির্দেশে চিকিৎসা দিতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) আনা হচ্ছে।কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দীন জানিয়েছেন, শনিবার বিকেল ৩টার পর যেকোনো সময় খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিএসএমএমইউতে নেয়া হবে।

শনিবার দুপুর থেকেই খালেদা জিয়ার জন্য হাসপাতালে বাড়তি নিরাপত্তা নেয়া হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে একটি হুইল চেয়ার।

হাসপাতাল সূত্রে জানা গেছে, সাবেক এই প্রধানমন্ত্রীকে হাসপাতালের ৬১১ ও ৬১২ ডিলাক্স কেবিনে রাখা হবে। এজন্য আগে থেকেই হাসপাতালের কেবিন ব্লকের ষষ্ঠতলার কক্ষ দুটি পরিষ্কার করা হয়েছে।

আর খালেদা জিয়া আসার পর হাসপাতালের সিঁড়ি থেকে কেবিনে নেওয়ার জন্য একটি হুইল চেয়ার প্রস্তুত রাখা হয়েছে।

এদিকে, খালেদা জিয়াকে আনা হচ্ছে এমন খবরে হাসপাতাল ও এর আশপাশের এলাকায় বিএনপির নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ