Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শাহবাগ মোড়ে ফের অবরোধ ছুটির দিনে তীব্র যানজট

গতরাত ১২টা থেকে আজ বেলা ১২টা পর্যন্ত অবস্থান কর্মসূচি স্থগিত

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ৬ অক্টোবর, ২০১৮, ১২:২৬ এএম

সরকারি চাকরিতে কোটা বহালের দাবিতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের অবরোধের কারনে গতকাল শাহবাগ এলাকায় ছুটির দিনে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে চরম বিপাকে পড়তে হয় সাধারন মানুষকে। শাহবাগ মোড়ে অবরোধ থাকায় মৎস্যভবন, এলিফ্যান্ট রোড, ঢাকা বিশ্ববিদ্যালয়, কারওয়ান বাজারের দিক থেকে আসা গাড়িগুলো থমকে পড়ে। গভীর রাত পর্যন্ত দীর্ঘ যানজট পোহাতে হয় সাধারন যানবাহনের চালককে। এতে করে চরম ভোগান্তিতে পড়েন ছুটির দিনে কোনো কাজ বা ঘুরতে বের হওয়া মানুষ। গতকাল শুক্রবার বিকাল ৩টার পর তারা অবস্থান কর্মসূচি শুরু করে। মেডিকেল ভর্তি পরীক্ষার কারণে সকাল ৬টা থেকে বিকেল ৩টা পর্যন্ত অবরোধ স্থগিত রাখা হয়।
আন্দোলনের প্রধান সমন্বয়ক অধ্যাপক ড. আ.ক.ম. জামাল উদ্দিন জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের কথা চিন্তা করে তারা কর্মসূচি সাময়িক স্থগিত করেছেন। গত রাত ১২টা থেকে আজ বেলা ১২টা পর্যন্ত অবস্থান কর্মসূচি স্থগিত থাকবে। তবে রাত ১২টা পর্যন্ত তারা শাহবাগেই অবস্থান করবেন বলে তিনি জানান।
শাহবাগ এলাকা ঘুরে দেখা গেছে, বুধবার থেকে শুরু হওয়া আন্দোলনে শুক্রবার বিকালে শাহবাগ মোড়ে জড়ো হয় শ’দুয়েক আন্দোলনকারী। তারা বিভিন্ন স্লোগানে তুলে শাহবাগ চত্বর। এক পর্যায়ে সেখানে জড়ো হতে থাকে মুক্তিযোদ্ধার সন্তানেরা। পূর্ব ঘোষণা অনুযায়ী শুক্রবার বিকাল তিনটার পর থেকে তারা এ অবরোধ শুরু করে। আর এই সময় শেষ হওয়ার পর তিনটার দিকেই আবার শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেয় তারা। মুক্তিযোদ্ধার সন্তানদের পাশাপাশি এই কর্মসূচিতে যোগ দেয় প্রতিবন্ধীরাও। সময় গড়ানোর সাথে সাথে আন্দোলনকারীদের সংখ্যাও বাড়তে থাকে।
আন্দোলনকারীরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলমান থাকবে। এসময় তারা ৩০ শতাংশ কোটা বহালের দাবিতে স্লোগান দেন। প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলে গত বুধবার মন্ত্রিসভার বৈঠক সিদ্ধান্ত নেয়ার পর বিকেলে শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা। রাত ১টার দিকে তারা ঘোষণা দেন, কোটা বহালের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।



 

Show all comments
  • Rafiqul Islam ৬ অক্টোবর, ২০১৮, ১২:১১ পিএম says : 0
    কি হচ্ছে এ গুলো?!!! আমরা কি বিবেকশূণ্য হয়ে যাচ্ছি? বন্ধ হোক এসব নির্লজ্জতা।
    Total Reply(0) Reply
  • Abduz Zaher ৬ অক্টোবর, ২০১৮, ১২:১১ পিএম says : 0
    এই তামাশার অবসান চাই।
    Total Reply(0) Reply
  • Alamin Sheikh ৬ অক্টোবর, ২০১৮, ১২:১১ পিএম says : 0
    কি সুন্দর অবরোধ অবরোধ খেলা চলছে।
    Total Reply(0) Reply
  • Abul Hasan Shahin ৬ অক্টোবর, ২০১৮, ৪:২৫ পিএম says : 0
    বন্ধ হোক এসব নির্লজ্জতা।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কোটা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ