বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ইঞ্জিনে হঠাৎ ত্রুটি দেখা দেওয়ায় কক্সবাজার থেকে ঢাকাগামী ইউএস বাংলার বোয়িং বিমান আকাশে উড়ে আড়াই ঘন্টা দেরীতে।
শুক্রবার বেলা পৌনে ২টায় ফ্লাইটি ঢাকার উদ্দেশে উড়াল দেওয়ার কথা থাকলেও ইঞ্জিনে ত্রুটি দেখা দেয়ায় এটি আকাশে উড়ে বিকেল সাড়ে চারটায়।
তবে নিয়মিত চেকআপে ত্রুটি দেখা দেওয়ায় ফ্লাইটে যাত্রী তোলেনি বলে জনান কর্তৃপক্ষ।
আর ত্রুটি সরাতে ইঞ্জিনিয়ারকে খবর পাঠানো হয়েছে বলে জানিয়েছে ইউএস বাংলার একটি সূত্র।
শিডিউল অনুযায়ী শুক্রবার বেলা পৌনে ২টায় কক্সবাজার ত্যাগ করার কথা থাকলেও ফ্লাইটটি বিকেল সাড়ে ৪টা আকাশে উড়ে।
বিমানবন্দর সূত্র জানায়, ঢাকাগামী ইউএস বাংলা বোয়িং ১৪২ উড়োজাহাজিটিতে প্রায় দেড় শতাধিক যাত্রী ছিল। তবে বোয়িংটিতে ত্রুটি দেখা দেওয়ায় কোনো যাত্রীকেই ফ্লাইটে উঠতে দেওয়া হয়নি।
তবে ইউএস বাংলার আরিফ নামের এক কর্মী বলেন, বোয়িংটি দুপুরের দিকে ঢাকা থেকে যাত্রী নিয়ে কক্সবাজার আসে। পরে চেকআপে এয়ারকুলে ছোট একটি সমস্যা দেখা দেয়। এ ত্রুটি সারাতে কাজ করা হচ্ছিল।
প্রসঙ্গত, ২৬ সেপ্টেম্বর কক্সবাজারগামী ইউএস বাংলার বিমানের চাকায় সমস্যা দেখা দেওয়ার কারণে সেটি কক্সবাজার ল্যান্ড করতে না পেরে পুনরায় ফিরে গিয়ে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।