Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এমপি কয়েছের বিরুদ্ধে এক বৃদ্ধা মায়ের মামলা

ফয়সাল আমীন : | প্রকাশের সময় : ৪ অক্টোবর, ২০১৮, ১২:০১ এএম

হত্যা হুমকি, মানহানী ঘটনার বিচার চেয়ে সন্তানের সুরক্ষা নিশ্চিতে সিলেটের সংসদ সদস্য মাহমুদ-উস-সামাদ চৌধুরী কয়েছের বিরুদ্ধে আদালতে অভিযোগ দায়ের করেছেন সাবেক ছাত্রলীগ নেতার বৃদ্ধা মা মনোয়ারা বেগম। গতকাল জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট-৫ আদালতের বিচারক ফারজানা শাকিলা সুমু চৌধুরী বাদীনীর বক্তব্য ২০০ ধারায় লিপিবদ্ধ ও আইনজীবীর বক্তব্য শোনে আদেশের জন্য নির্ধারণ করেছেন। বাদীর আইনীজীবী সৈয়দ মহসিন আহমদ বলেন, কোমলমতি শিক্ষার্থীদের সামনে হত্যা হুমকিসহ মানহানীমূলক বক্তব্য প্রদান করেছেন আসামি মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি। আমরা বিচারের জন্য তথ্য উপাত্ত সহকারে অভিযোগ দায়ের করেছি আদালতে। আদেশের অপেক্ষায় রয়েছি আমরা।

এজহার সূত্রে জানা যায়, সিলেট ফেঞ্চুগঞ্জের বাসিন্দা বাদীনী মনোয়ারা বেগমের স্বামী মৃত আফাজুল ইসলাম মুক্তিযুদ্ধের সংগঠক ছিলেন। একমাত্র সন্তান আশফাকুল ইসলাম সাব্বির ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, বর্তমানে যুক্তরাজ্য প্রবাসী। আসামি মাহমুদ উস সামাদ চৌধুরী সিলেটে-৩ আসনের এমপি হওয়ার সুবাদে ক্ষমতার অপব্যবহার মাধ্যমে নিরীহ সাধারন মানুষকে অত্যাচার, নির্যাতন জুলুম করলেও তার বিরুদ্ধে কেউ প্রতিবাদ করতে পারে না।

গত ১৫ সেপ্টেম্বর ১নং ফেঞ্চুগঞ্জ ইউনিয়নের স্থানীয় পিটাইটিকর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ তলা ভবনের উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে আশফাকুল ইসলাম সাব্বিরকে নিয়ে আপত্তিকর বক্তব্য প্রদান করেন। প্রসঙ্গত, যুক্তরাজ্য প্রবাসী আশফাকুল ইসলাম সাব্বির গত ২২ সেপ্টেম্বর যুক্তরাজ্য সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হয়ে এমপি মাহমুদ-উস সামাদ চৌধুরী কয়েছের বিরুদ্ধে নালিশ করেন। বক্তব্য শুনে তাকে আইনী ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেন প্রধানমন্ত্রী। ফলশ্রুতিতে গতকাল আদালতে অভিযোগ দায়ের করেন সাব্বিরের বৃদ্ধা মা মনোয়ারা বেগম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মামলা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ