Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আমদানি-রফতানি বন্ধ হিলি বন্দরে বেনাপোল-পেট্রাপোলে শুরু আজ

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ৩ অক্টোবর, ২০১৮, ১২:০৩ এএম

ভারতীয় ব্যবসায়ীদের কোন্দল ও সরকারি ছুটি থাকায় হিলি স্থলবন্দর দিয়ে দুইদিন পণ্য আমদানি-রফতানি বন্ধ রয়েছে। গতকাল মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো বন্দর দিয়ে সব ধরনের বাণিজ্য বন্ধ ছিল। তবে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার ও বন্দরের ভেতরের সব কার্যক্রম চালু রয়েছে। বাংলাহিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট আ্যসোসিয়েশনের সচিব শাহিনুর ইসলাম শাহিন জানান, ভারতে পাথর ব্যবসায়ীদের কোন্দলের কারণে ২৩ সেপ্টেম্বর থেকে বন্দর দিয়ে পাথর আমদানি বন্ধ রয়েছে। ফলে ব্যবসায়ীদের লোকসান হওয়ায় থেকে পাথরসহ সব পণ্য রফতানির অনুরোধ জানিয়ে ভারতীয় ব্যবসায়ীদের চিঠি দেয়া হয়েছিল। এরপর ভারতীয় ব্যবসায়ীরা কোনো উত্তর বা পদক্ষেপ নেয়নি। বন্ধ থাকা পাথরও আমদানি হয়নি। এ বিষয়টি ঠিক না হওয়ায় সোমবার থেকে সব পণ্য আমদানি-রফতানি বন্ধ করে বাংলাহিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট আ্যসোসিয়েশন। মহাত্মা গান্ধীর জন্মদিন উপলক্ষে গতকাল মঙ্গলবার হিলি স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ ছিল।
অপরদিকে, একদিন বন্ধ থাকার পর বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দরে আমদানি-রফতানি শুরু হচ্ছে আজ। ভারতের শান্তিকামী নেতা মোহন দাস করম চাঁদ গান্ধীর (মহাত্মা গান্ধী) ১৫২তম জন্মবার্ষিকী উপলক্ষে ভারতে ছুটি থাকায় গতকাল সকাল থেকে বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ থাকে। তবে পাসপোর্টযাত্রী চলাচল ও বন্দর কাস্টমসে কাজ ছিলো স্বাভাবিক। বেনাপোল বন্দরে আটকে ছিলো প্রবেশের অপেক্ষায় পঁচনশীল পণ্যসহ শত শত পণ্য বোঝাই ট্রাক ভারতীয় পেট্রাপোল বন্দর এলাকায়। অন্যদিকে, শত শত রফতানি পণ্য নিয়ে বাংলাদেশি ট্রাক বেনাপোল চেকপোস্টে দাঁড়িয়ে থাকে। বেনাপোল চেকপোস্টের বিপরীতে পেট্রাপোল ক্লিয়ারিং এজেন্ট স্টাফ ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী জানান, গান্ধীজীর জন্মবার্ষিকী উপলক্ষে সরকারি ছুটি থাকায় গতকাল মঙ্গলবার কোনো আমদানি-রফতানি হয়নি। আজ বুধবার সকাল থেকে কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে। বেনাপোল স্থলবন্দরের পরিচালক (ট্রাফিক) আমিনুল ইসলাম বলেন, আমদানি-রফতানি বন্ধ থাকলেও বন্দরে লোড-আনলোড ও কাস্টমসের কাজ স্বাভাবিক। বুধবার সকাল থেকে আমদানি-রফতানি শুরু হবে বলে ওপারের বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আমদানি-রফতানি

১৬ এপ্রিল, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ