Inqilab Logo

শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি-রফতানি শুরু

প্রকাশের সময় : ২১ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

পঞ্চগড় জেলা সংবাদাতা : ঈদুল আজহা উপলক্ষে টানা ১০ দিন ছুটির পর সোমবার (১৯ সেপ্টেম্বর) আবার শুরু হয়েছে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রফতানি কার্যক্রম। দুপুর ১২টায় এ বন্দর দিয়ে ভারত থেকে পণ্যবাহী ট্রাক দেশে প্রবেশ করতে থাকে। ফলে শুরু হয় পুরোদমে আমদানি-রফতানি কার্যক্রম। ঈদুল আজহা উপলক্ষে বন্দরের কার্যক্রম ১০ দিন বন্ধ থাকায় ভারত-নেপাল-বাংলাদেশের মধ্যে কোনো পণ্য আমদানি-রফতানি হয়নি। বাংলাবান্ধা স্থলবন্দরের সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি রেজাউল করিম রেজা ও সদস্য মো: হায়দার আলী জানান, ঈদুল আজহা উপলক্ষে অ্যাসোসিয়েশনের এক জরুরি সভায় ১০ দিন বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি-রফতানি শুরু
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ